Amar Bondhur Mon Valo Na(আমার বন্ধুর মন ভালো না) Bangla Lyrics By Laila
Amar Bondhur Mon Valo Na(আমার বন্ধুর মন ভালো না) Bangla Lyrics By Laila
Song : Amar Bondhur Mon Valo Na
Vocal : Laila
Lyrics : Shamran Ahmed Milon
Label : RTV Music
Amar Bondhur Mon Valo Na Bangla Lyrics
নিদয়ারে বাইসা ভালো
নিদয়ারে বাইসা ভালো
অন্তর পুইড়া কালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
নিদয়ারে বাইসা ভালো
নিদয়ারে বাইসা ভালো
অন্তর পুইড়া কালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
উজার করে জীবন যৌবন
সব সপিলাম যারে
সর্বোচ্চ বিলাইয়া দিলাম
সেই তাহারি তরে গো
সেই তাহারি তরে
উজার করে জীবন যৌবন
সব সপিলাম যারে
সর্বোচ্চ বিলাইয়া দিলাম
সেই তাহারি তরে গো
সেই তাহারি তরে
সে আমারে পর করিলো
সে আমারে পর করিলো
বুকে দিয়া জালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার চোখে দেখি তারে
সাত রাজার ও ধন
তার চোখেতে আমি নাকি
বিসের ও মতন গো
বিসের ও মতন
হায়রে আমার চোখে দেখি তারে
সাত রাজার ও ধন
তার চোখতে আমি নাকি
বিসের ও মতন গো
বিসের ও মতন
প্রেমও ফাঁশি দিয়া মোরে
প্রেমও ফাঁশি দিয়া মোরে
অন্যরে দেয় মালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার আমার করি যারে
সে তো আমার না
তার বুকেতে হইয়া গেছে
পর মানুষের ঠাই গো
পর মানুষের ঠাই
হায়রে আমার আমার করি যারে
সে তো আমার না
তার বুকেতে হইয়া গেছে
পর মানুষের ঠাই গো
পর মানুষের ঠাই
সামরানে কয় শেচবো কত
সামরানে কয় শেচবো কত
দুখের নদী নালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন
চেহারাটাই ভালা
নিদয়ারে বাইসা ভালো
নিদয়ারে বাইসা ভালো
অন্তর পুইড়া কালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা
আমার বন্ধুর মন ভালানা
চেহারাটাই ভালা।।
Amar Bondhur Mon Valo Na Bangla Lyrics
Nidoyare baisa valo
Nidoyare baisa valo
Ontor puira kala
Amar bondhur mon Vala na
ceharatai vala
Ujar kore Jibon joubon
sob sopilam jare
Sorbocco bilaiya dilam
Sei tahari tore go