Amar Deher Moron Hole (আমার দেহের মরন হলে) Bangla Lyrics By FA Sumon
Amar Deher Moron Hole (আমার দেহের মরন হলে) Bangla Lyrics By FA Sumon
Song : Amar Deher Moron Hole
Vocal : FA Sumon
Lyrics : Sayed Rahman
Tune : FA Sumon
Amar Deher Moron Hole Bangla Lyrics
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না,
ওরে হলুদ কুটুম পাখি,
নজর বন্ধি কইরা রাখি
এই নয়ন যে তোরে ছাড়া
অন্য কিছু খোজে না,
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না,
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না,
যুগ জনমের বন্ধু তুমি
আধার শেষের আলো
বাম পাজরে আগলে রেখে
বাসে তোমায় ভালো,
যুগ জনমের বন্ধু তুমি
আধার শেষের আলো
বাম পাজরে আগলে রেখে
বাসে তোমায় ভালো,
দুহাত তুলে মোনাজাতে
তুমি মোরে বাসোনা,
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না,
জীবন বল মরন বল
সবখানেতে তুমি
তোমার মাঝে বিলিন হয়ে
গেছি আমার আমি,
জীবন বল মরন বল
সবখানেতে তুমি
তোমার মাঝে বিলিন হয়ে
গেছি আমার আমি,
তোমায় ভালোবাসার সভাব
আমার সেতো যাবেনা,
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না,
আমার দেহের মরন হলেও
মনের মরন হবে না,
মরনের পরেও মন তোমায়
ভুলে যাবে না।।
Amar Deher Moron Hole Bangla Lyrics
Amar deher moron hole
Moner moron hobe na
Moroner poreo mon
Tomay vule jabe na
Ore holud kutum pakhi
Nojor bondhi koira rakhi
Ei noyon je tore chara
Onno kicu khoje na