Amar Dugga Esheche ( আমার দুগ্গা এসেছে) Bangla Lyrics By Akriti Kakkar.

 Amar Dugga Esheche ( আমার দুগ্গা এসেছে) Bangla Lyrics By Akriti Kakkar.

Amar Dugga Esheche ( আমার দুগ্গা এসেছে) Bangla Lyrics By Akriti Kakkar.

Song : Amar Dugga Esheche 

Singer : Akriti Kakkar

Lyrics : Ritam Sen

Music : Dabbu

Label : Saregama Bengali

Amar Dugga Esheche Bangla Lyrics 

চলো চলো বাদ্যি বেজেছে,

ওই শিউলিতলায়

এসেছে দুগ্গা এসেছে, 

এই আটচালায়। (২ বার)

দিনে দিনে যেনো ঘুরেছে বছর

আগমনী শুরে ঘুরেছে বছর

আবার মা কে ঘরে আনার হয়েছে সময়

দূরে কাঁশবনে ঢেউ তুলিয়েছে, 

আমার দুগ্গা এসেছে

ও যে সোনারোদে মন ভুলিয়ে,

আমার দুগ্গা এসেছে

নাচের তালে তালে দোল দুলিয়েছে,

আমার দুগ্গা এসেছে।

চলো চলো লগ্ন সেজেছে, এই সন্ধ্যেবেলায়

রঙ্গে রঙ্গে রঙ মিলে গেছে, এই হাসিখেলায়

মনে মনে আমি খুঁজেছি তোমায়

শুভক্ষণে আমি খুঁজেছি তোমায়

আবির মাখিয়ে দিয়ে তুমি যেও গো আমায়।

দূরে কাঁশবনে ঢেউ তুলিয়েছে, 

আমার দুগ্গা এসেছে

ও যে সোনারোদে মন ভুলিয়ে,

আমার দুগ্গা এসেছে

নাচের তালে তালে দোল দুলিয়েছে,

আমার দুগ্গা এসেছে।

এ মনে, গহনে, শুরু হলো যে বোধন

শুরুতে তাই মাকে আজ করি যে বরণ

কাসরে আসরে আজ মেতেছে সবাই, 

আমি তো পথ ভুলে তোমারই কাছে যাই।

দিনে দিনে যেনো ঘুরেছে বছর

আগমনী শুরে ঘুরেছে বছর

আবার মাকে ঘরে আনার হয়েছে সময়

দূরে কাঁশবনে ঢেউ তুলিয়েছে, 

আমার দুগ্গা এসেছে

ও যে সোনারোদে মন ভুলিয়ে,

আমার দুগ্গা এসেছে

নাচের তালে তালে দোল দুলিয়েছে,

আমার দুগ্গা এসেছে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *