Amar Gaye Joto Dukkho Soy Bangla Lyrics By Bari Siddiqui

Amar Gaye Joto Dukkho Soy Bangla Lyrics By Bari Siddiqui

Song : Amar Gaye Joto Dukkho Soy

Vocal : Bari Siddiqui 

Lyrics :  Humayun Ahmed

Cinema: Srabon Megher Din

 


Amar Gaye Joto Dukkho Soy Bangla Lyrics By Bari Siddiqui 

আমার গায়ে যত দুঃখ সয়

বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।

নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে

মন দিয়াছি এই ভেবে

সাক্ষী কেউ ছিলনা সেসময়।

সাক্ষী শুধু চন্দ্র-তারা,

একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু

ত্রিভুবনের বিচার যেদিন হয়।।

নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর

একদিনও না লইলে খবর

এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে।

কি জানি কি আশা দিয়া

কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু

দূরে থাকা উচিত কি আর হয়।।

(পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া

তোমার প্রেম বিকি দিয়া

করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।

উকিলের হয়েছে জানা

কেবলই সুরের কারখানা রে বন্ধু

চোরে চোরে বেওয়াইয়ালা হয়।

Amar Gaye Joto Dukkho Soy Bangla Lyrics

Amar gaye joto dukkho soy

Bondhuare koro tomar 

Mone jaha loy.

Nithur bondhu re 

bole chile Amar hobe 

Mon diyachi tai vebe

Sakkhi kew chilo na se somoy

O bondhu re

Sakkhi sudhu chandro tara 

Ekdin tumi porbe dhora.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *