Amar Mon Mojaiya Re Bangla Lyrics By Tanjib Sorowar.
Amar Mon Mojaiya Re Bangla Lyrics By Tanjib Sorowar.
Song Name : Amar Mon Mojaiya Re
গান : আমার মন মজাইয়া রে
Singer(s) : Tanjib Sorowar
Tune / Music : Sm Box Shah Chisti
Lyricist : Sm Box Shah Chisti
Music Label : Tanjib Sarowar
Star Cast : Tanjib Sarowar & Rajnandini Ritika
Release On : 2019-07-12
Amar Mon Mojaiya Re Lyrics in Bengali
মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ
নিজের দেশে যাও
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ
নিজের দেশে যাও
ও মুর্শিদ ও
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর
কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে
আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে
আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরায় রে
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ
নিজের দেশে যাও
ও মুর্শিদ ও
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে ওঠে পানি রে
কইয়ো দয়ালের ঠাঁই এ তরীর ভরসা নাই
কইয়ো দয়ালের ঠাঁই এ তরীর ভরসা নাই
রাহুর দরিয়া দিতে পাড়ি রে
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ
নিজের দেশে যাও
ও মুর্শিদ ও