Amar Prano Bandhu (আমার প্রাণ বন্ধু) Bangla Lyrics By Shampa Biswas.
Amar Prano Bandhu (আমার প্রাণ বন্ধু) Bangla Lyrics By Shampa Biswas.
Song: Amar Prano Bandhu
Lyrics: Ukil Munshi
Singer: Shampa Biswas
Music: Sainik Dey
Label: SVF
Amar Prano Bandhu Lyrics in Bengali
আমার প্রাণ বন্ধু আসিয়া, কাছে তে বসিয়া
প্রাণ বন্ধু আসিয়া, কাছে তে বসিয়া,
নয়নের জল আমার, মুছিয়া দিবে
এমন সুদিন আমার কোনদিন হবে গো
এমন সুদিন আমার কোনদিন হবে?
বল গো সখি তোরা, রাধার মন চোরা
দাসী রে কি তোরা এনে দেখাবে ?
বল গো সখি তোরা, রাধার মন চোরা
দাসীরে কি তোরা এনে দেখাবে ?
তারে আনতে যদি পারো, প্রতিজ্ঞা করো
আনতে যদি পারো, প্রতিজ্ঞা করো
তার সঙ্গে নি আমায় থাকিতে দেবে?
এমন সুদিন আমার কোনদিন হবে গো,
এমন সুদিন আমার কোনদিন হবে?
আমার গেলো না দুঃখ, বিধাতা বৈমুখ
আর কি সুখ উকিলের হবে?
আমার গেলো না দুঃখ, বিধাতা বৈমুখ
আর কি সুখ উকিলের হবে?
আমার প্রাণ বন্ধু বিনে, এই ত্রিভুবনে
প্রাণ বন্ধু বিনে, এই ত্রিভুবনে
এমন দয়া আমায় কে বা করিবে গো
এমন সুদিন আমার কোনদিন হবে গো
এমন সুদিন আমার কোনদিন হবে?
আমার প্রাণ বন্ধু আসিয়া, কাছে তে বসিয়া
প্রাণ বন্ধু আসিয়া, কাছে তে বসিয়া,
নয়নের জল আমার, মুছিয়া দিবে
এমন সুদিন আমার কোনদিন হবে গো
এমন সুদিন আমার কোনদিন হবে গো,
এমন সুদিন আমার কোনদিন হবে?