Amar Sonar Moyna Pakhi(আমার সোনার ময়না পাখি) Bangla Lyrics By Samz Vai

Amar Sonar Moyna Pakhi(আমার সোনার ময়না পাখি) Bangla Lyrics By Samz Vai 

Song : Dur Probase

Vocal : Samz Vai

Lyrics : Rohan Raj

Tune : Rohan Raj

Label : Sage Multimedia 


 

Amar Sonar Moyna Pakhi Bangla Lyrics  

আমার সোনার ময়না পাখি

চোখে কাঁজল ধোয়া পানি

সে আমার জন্য কাঁদে

জানি রে আমি জানি।

আমার সোনার ময়না পাখি

চোখে কাঁজল ধোয়া পানি

সে আমার জন্য কাঁদে

জানি আমি জানি।

 

দূর প্রবাসে একলা থাকি

কষ্ট লাগে খুব

চোখের সামনে ভাইসা থাকে

সোনাপাখির মুখ।

 দূর প্রবাসে একলা থাকি

কষ্ট লাগে খুব

চোখের সামনে ভাইসা থাকে

সোনাপাখির মুখ।

 

তার লাগি ছটফট করে আমার পুরা বুক

আমার সোনার ময়না পাখি

চোখে কাঁজল ধোয়া পানি

সে আমার জন্য কাঁদে

জানি আমি জানি।

 

কাঁপা কাঁপা গলায় পাখি

বলে ফোনে কথা

কথার ভাষায় বুঝতে পারি

মনে ভীষণ ব্যথা।

কাঁপা কাঁপা গলায় পাখি

বলে ফোনে কথা

কথার ভাষায় বুঝতে পারি

মনে ভীষণ ব্যথা।

 

মাঝে মাঝে প্রশ্ন করে

ফিরবেন কবে বাড়ি

আপনার জন্য খুদার কাছে

অনেক দোঁয়া করি। 

মাঝে মাঝে প্রশ্ন করে

ফিরবেন কবে বাড়ি

আপনার জন্য খুদার কাছে

অনেক দোঁয়া করি। 

 

আপনার লাগি ছটফট করে আমার পুরা বুক

আমার সোনার ময়না পাখি

চোখে কাঁজল ধোয়া পানি

সে আমার জন্য কাঁদে

জানি রে আমি জানি।

 

ভালো আছি ভালো থাইকেন

খবর নিয়েন রোজ

আপনার লাগি পরাণ পোরে

এমন থাকে অবুজ।

 ভালো আছি ভালো থাইকেন

খবর নিয়েন রোজ

আপনার লাগি পরাণ পোরে

এমন থাকে অবুজ।

 

মাঝে মাঝে প্রশ্ন করে

ফিরবেন কবে বাড়ি

আপনার জন্য খুদার কাছে

অনেক দোঁয়া করি। 

মাঝে মাঝে প্রশ্ন করে

ফিরবেন কবে বাড়ি

আপনার জন্য খুদার কাছে

অনেক দোঁয়া করি। 

 

আপনার লাগি ছটফট করে আমার পুরা বুক

আমার সোনার ময়না পাখি

চোখে কাঁজল ধোয়া পানি

সে আমার জন্য কাঁদে

জানি রে আমি জানি।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *