Amay Proshno Kore Nil Dhrubo Tara ( আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা) Bangla Lyrics By Hemanta Mukherjee.
Amay Proshno Kore Nil Dhrubo Tara ( আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা) Bangla Lyrics By Hemanta Mukherjee.
Song: Amay Proshno Kore Nil Dhrubo Tara
Singer: Hemanta Mukherjee
Music: Salil Chowdhury
Amay Proshno Kore Nil Dhrubo Tara Lyrics in Bengali.
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রব দিশাহারা
রব দিশাহারা
জবাব কিছুই তার
দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা
এ জীবন সারা
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রব দিশাহারা
রব দিশাহারা
কারা যেন ভালবেসে
আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই
নিভে গিয়েছিলো
কারা যেন ভালবেসে
আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই
নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে
ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি
আমি তুমি হারা
আমি তুমিহারা
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রব দিশাহারা
রব দিশাহারা
আমি পথ খুঁজি নাকো
পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে
না বুঝে তা বোঝে
আমি পথ খুঁজি নাকো
পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে
না বুঝে তা বোঝে
আমার চতুরপাশে সব
কিছু যায় আসে
আমি শুধু তুষারিত
গতিহীন ধারা
গতিহীন ধারা
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রবো দিশাহারা
রবো দিশাহারা