Ami Kothay Pabo Tare ( আমি কোথায় পাব তারে) Bangla Lyrics By Laxmandas Baul.

 Ami Kothay Pabo Tare ( আমি কোথায় পাব তারে) Bangla Lyrics By Laxmandas Baul.

Ami Kothay Pabo Tare ( আমি কোথায় পাব তারে) Bangla Lyrics By Laxmandas Baul.

Song : Ami Kothay Pabo Tare

Singer : Laxmandas Baul

Lyrics : Gagan Harkara

Label : Asha Audio

Ami Kothay Pabo Tare Lyrics in Bengali 

আমি কোথায় পাব তারে, 

আমার মনের মানুষ যেরে॥

হারায়ে সেই মানুষে 

তার উদ্দেশে দেশ বিদেশে,

আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।

কোথায় পাব তারে 

আমার মনের মানুষ যেরে।

লাগি সেই হৃদয়শশী 

সদা প্রাণ হয় উদাসী,

পেলে মন হত খুশী, 

দিবা নিশি দেখিতাম নয়ন ভরে।

আমি প্রেমানলে মরছি জ্বলে, 

নিভাই কেমন করে,

মরি হায়, হায় রে-

আমি প্রেমানলে মরছি জ্বলে, 

নিভাই কেমন করে,

ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, 

বিচ্ছেদে প্রাণ কেমন করে

দেখ না তোরা হৃদয়ে চিরে, 

দেখ না তোরা হৃদয় চিরে।

কোথায় পাব তারে 

আমার মনের মানুষ যেরে।

দিব তার তুলনা কি 

যার প্রেমে জগত্‍ খুশি,

হেরিলে জুড়ায় আঁখি,

 সামান্যে কি দেখতে পারে তারে?

 

তারে যে দেখেছে সেই মজেছে 

ছাই দিয়ে সংসারে,

মরি হায়, হায় রে-

তারে যে দেখেছে সেই মজেছে 

ছাই দিয়ে সংসারে,

ও সে না জানি কি কুহক জানে, 

না জানি কি কুহক জানে

অলক্ষে মন চুরি করে, 

ওরে অলক্ষে মন চুরি করে

কোথায় পাব তারে আমার মনের মানুষ যেরে।

কুল মান সব গেল রে তবু না পেলাম তারে

প্রেমের লেশ নাই অন্তরে-

তাইতো মোরে দেয় না দেখা সে রে।

ও তার বসত কোথা 

না জেনে তায় গগন ভেবে মরে

মরি হায়, হায় রে-

ও তার বসত কোথা 

না জেনে তায় গগন ভেবে মরে।

ও সে মানুষের উদ্দিশ যদি জানিস, 

মানুষের উদ্দিশ যদি জানিস

কৃপা করি বলে দে রে, 

আমার সুহৃদ হয়ে বলে দে রে,

ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে,

কোথায় পাব তারে 

আমার মনের মানুষ যেরে।

হারায়ে সেই মানুষে 

তার উদ্দেশে দেশ বিদেশে,

আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।

কোথায় পাব তারে 

আমার মনের মানুষ যেরে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *