Ami Moira Jamu Tomar Ovabe Bangla Lyrics By Nrz Eshita
Ami Moira Jamu Tomar Ovabe Bangla Lyrics By Nrz Eshita
Song : Ami Moira Jamu Tomar Ovabe
Vocal : Nrz Eshita
Lyrics : NH Kobi
Music : Sikder Akash
Label : SK Rajib
Ami Moira Jamu Tomar Ovabe Bangla Lyrics
যদি আর দেখা না হয়গো
বন্ধু তোমারই সাথে
আমি মইরা জামু মইরা
জামু তোমার অভাবে
কেমন কইরা ভুইলা থাকমু
বলনা আমায় রে
খোদার কসম মইরা জামু
না পাইলে তোমারে
খোদার কসম মইরা জামু
না পাইলে তোমারে।
তোমার নামে লেইখা ছিলাম
আমার যত সুখ
সুখ লুটিয়ে কইরা
গেলা এ বুকে ক্ষত
তোমার নামে লেইখা ছিলাম
আমার যত সুখ
সুখ লুটিয়ে কইরা
গেলা এ বুকে ক্ষত
আমি মইরা জামু মইরা
জামু তোমার অভাবে
আমি মইরা জামু মইরা
জামু তোমার অভাবে
সোনার যৌবন দিয়া দিলাম
ভালোবাইসা তোমায়
মনের ক্ষুদা মিটাই ওগো
ফালাই গেলা আমায়
সোনার যৌবন দিয়া দিলাম
ভালোবাইসা তোমায়
মনের ক্ষুদা মিটাই ওগো
ফালাই গেলা আমায়
আমি মইরা জামু মইরা
জামু তোমার অভাবে
আমি মইরা জামু মইরা
জামু তোমার অভাবে
যদি আর দেখা না হয়গো
বন্ধু তোমারই সাথে
যদি আর দেখা না হয়গো
বন্ধু তোমারই সাথে।।
Ami Moira Jamu Tomar Ovabe Bangla Lyrics
Jodi ar dekha na hoygo
Bondhu tomari sathe
Ami moira jamu moira
Jamu tomar ovabe,
Kemon koira vuila thakmu
Bolna amay re
Khodar kosom moira
Jamu na paile tomare,
Tomar name leikha chilam
Amar joto sukh
Sukh lutiya koira
Gela ebuke khoto.