Ami Parina Ar Parina ( আমি পারিনা আর পারিনা) Bangla Song Lyrics By Kamruzzaman Rabbi.

Ami Parina Ar Parina ( আমি পারিনা আর পারিনা) Bangla Song Lyrics By Kamruzzaman Rabbi.

Ami Parina Ar Parina ( আমি পারিনা আর পারিনা) Bangla Song Lyrics By Kamruzzaman Rabbi.

Ami Parina Ar Parina গানটি গেয়েছেন Kamruzzaman Rabbi। গানের লিরিক্স দিয়েছেন Baul Salam Sarkar। এবং গানটি Kamruzzaman Rabbi YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Ami Parina Ar Parina গানের লিরিক্স টি ভাল লাগবে। 


Song : Ami Parina Ar Parina

Singer : Kamruzzaman Rabbi

Lyrics And Tune : Baul Salam Sarkar

Music : Raaz Rhidoy

Label : Kamruzzaman Rabbi

Ami Parina Ar Parina Song Lyrics 

আমি পারিনা আর পারিনা

আমি কেন মরি না,

আজরাইল কি চিনেনা, আমারে রে।  

আমি পারিনা আর পারিনা

আমি কেনো মরি না,

আজরাইল কি চিনেনা, আমারে রে

আমি পারিনা আর পারিনা।। 

আমি হয়তো দুইদিন পরে মরবো

আগে মরলে কি ক্ষতি? 

এ দুনিয়ার টালবাহানা

বুঝলাম নারে এক রতি। 

হয়তো দুইদিন পরে মরবো

আগে মরলে কি ক্ষতি? 

এ দুনিয়ার টালবাহানা

বুঝলাম নারে এক রতি। 

ঘরেরো রমণী যেন কাল নাগি

ঘরেরো রমণী যেন কাল নাগি, 

ভুজঙ্গিনী পিছু ছাড়লোনারে।

আমি পারিনা আর পারিনা

আমি কেন মরি না,

আজরাইল কি চিনেনা, আমারে রে,

আমি পারিনা আর পারিনা।। 

আমার শিশু কালটাই ছিলো ভালো

থাকতাম মায়ের কোলে ..

ছিলো না সংসারের জ্বালা 

সবই ছিলাম ভুলে। 

শিশু কালটাই ছিলো ভালো

থাকতাম মায়ের কোলে ..

ছিলো না সংসারের জ্বালা 

সবই ছিলাম ভুলে।

এখন দেখা দিছে যৌবনে

বাতাস লাগছে ফাগুনে,

দেখা দিছে যৌবনে

বাতাস লাগছে ফাগুনে,

পুড়ি প্রেম আগুনে 

কেউ জানেনা রে।

আমি পারিনা আর পারিনা

আমি কেন মরিনা,

আজরাইল কি চিনেনা, আমারে রে,

আমি পারিনা আর পারিনা।। 

আমি পুত্র কন্যা শুভসন্ত 

লইয়া দিন কাটাই ..

একটা শাওনের আগুনে 

আমি পুইড়া হইলাম ছাই। 

পুত্র কন্যা শুভসন্ত 

লইয়া দিন কাটাই ..

শাওনের আগুনে 

আমি পুইড়া হইলাম ছাই।

এইডায় শুনেনা কথা 

দেয় মনে ব্যথা,

শুনেনা কথা দেয় মনে ব্যথা,

সালামের মায়া কাজে লাগলো না রে।

আমি পারিনা আর পারিনা

আমি কেনো মরিনা,

আজরাইল কি চিনে না, আমারে রে,

আমি পারি না আর পারি না।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *