Ami Sokolo Kajer Pai He Somoy ( আমি সকল কাজের পাই হে সময়) Bangla Lyrics By Sohini Mukherjee.
Ami Sokolo Kajer Pai He Somoy ( আমি সকল কাজের পাই হে সময়) Bangla Lyrics By Sohini Mukherjee.
Song: Ami Sokolo Kajer Pai He Somoy
Singer: Sohini Mukherjee
Music: Rajanikanta Sen
Lyrics: Rajanikanta Sen
Music Label: SVF Devotional
Release On: 23 November 2021
Ami Sokolo Kajer Pai He Somoy Lyrics in Bengali
আমি সকল কাজের পাই হে সময়
তোমারে ডাকিতে পাইনে
আমি সকল কাজের পাই হে সময়
তোমারে ডাকিতে পাইনে
আমি চাহি দ্বারা সুখ, সুখ সম্মিলন
তব সঙ্গ সুখ চাইনে
আমি সকল কাজের পাই হে সময়
তোমারে ডাকিতে পাইনে
আমি কতই যে করি বৃথা পর্যটন
তোমার কাছে তো যাইনে
আমি কতই যে করি বৃথা পর্যটন
তোমার কাছে তো যাইনে
আমি কত কি যে খাই
ভস্ম আর ছাই
তব প্রেমামৃত খাইনে
আমি সকল কাজের পাই হে
সময় তোমারে ডাকিতে পাইনে
আমি কত গান গাহি মনের হরষে
তোমার মহিমা গাইনে
আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই
জ্ঞান আঁখি মেলে চাইনে
আমি কার তরে দেই আপনা বিলায়ে
ও পদতলে বিকাইনে
আমি কার তরে দেই আপনা বিলায়ে
ও পদতলে বিকাইনে
আমি সবারে শিখাই কত নীতি কথা
মনেরে শুধু শিখাইনে
আমি সকল কাজের পাই হে সময়
তোমারে ডাকিতে পাইনে
আমি চাহি দ্বারা সুখ, সুখ সম্মিলন
তব সঙ্গ সুখ চাইনে
আমি সকল কাজের পাই হে সময়
তোমারে ডাকিতে পাইনে