Ami Sudhu Tori Hobo ( আমি শুধু তোরই হবো) Bangla Lyrics By Imran Mahmudul.
Ami Sudhu Tori Hobo ( আমি শুধু তোরই হবো) Bangla Lyrics By Imran Mahmudul.
Song : Ami Sudhu Tori Hobo
Drama : Disturb Me
Singer : Imran Mahmudul
Lyrics : Ahmed Risvy
Music : Musfiq Litu
Tune : Nazir Mahmud
Label : Sultan Entertainment
Ami Sudhu Tori Hobo Song Lyrics In Bengali
তোকে একটু নজর দেখবো বলেে
তোর গলিতে দাড়াই,
শুধু তোর সাথে পথ চলবো বলে
একসাথে পা বাড়াই।
এতা ভালবাসি তোরে …
এতা ভালবাসি তোরে কেমন করে কই?
আমার শুধু ইচ্ছে করে তোরই পাশে রই
আমার শুধু ইচ্ছে করে তোরই পাশে রই।
দিন আমার রঙ্গিন লাগে
যখন তোরে দেখি,
তুইকি কি জানিস আমার বুকে
তোকেই বেঁধে রাখি।
হুম… দিন আমার রঙ্গিন লাগে
যখন তোরে দেখি,
তুইকি জানিস আমার বুকে
তোকেই বেঁধে রাখি।
আমি শুধু তোরই হবো …
আমি শুধু তোরই হবো, অন্য কারো নই,
আমার শুধু ইচ্ছে করে তোরই পাশে রই
আমার শুধু ইচ্ছে করে তোরই পাশে রই।
মন আমার অন্ধ হলো
তোর প্রেমেরই মায়ায়,
জীবন মরন থা্কতে যে চাই
তোর হৃদয়ের ছায়ায়।
আমি শুধু তোরি হবো …
আমি শুধু তোরি হবো অন্য কারো নই,
আমার শুধু ইচ্ছে করে তোরি পাশে রই
আমার শুধু ইচ্ছে করে তোরি পাশে রই।
তোকে একটু নজর দেখবো বলেে
তোর গলিতে দাড়াই,
শুধু তোর সাথে পথ চলবো বলে
একসাথে পা বাড়াই।
এতা ভালবাসি তোরে …
এতা ভালবাসি তোরে কেমন করে কই?
আমার শুধু ইচ্ছে করে তোরই পাশে রই
আমার শুধু ইচ্ছে করে তোরই পাশে রই।