Ami Tar Thikana Rakhini Bangla Lyrics By Manna Dey.
Ami Tar Thikana Rakhini Bangla Lyrics By Manna Dey.
Song : Ami Tar Thikana Rakhini
Singer : Manna Dey
Lyrics : Pulak Bandyopadhyay
Music Director : Sudhin Dasgupta
Label : Saregama India Ltd
Ami Tar Thikana Rakhini Song Lyrics
আমি তার ঠিকানা রাখিনি,
ছবিও আঁকিনি,
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে,
তারই সাথে পথ চলে।
আমি তার ঠিকানা রাখিনি,
ছবিও আঁকিনি,
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে,
তারই সাথে পথ চলে।
আমি..
দূর-দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে,
দূর-দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে,
আজও, সেই চোখের তারায়
প্রথম তারা জ্বলে ..
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে।
আমি..
তার ছায়াতো রাখিনি ধরে
ধরার মতো, ছিলো কী আর,
ধূ ধূ মনের প্রান্তরে,
তার ছায়াতো রাখিনি ধরে।
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে,
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে,
আমি সেই পলাতকায়
বেঁধেছি প্রতি পলে ..
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে।
আমি তার ঠিকানা রাখিনি,
ছবিও আঁকিনি,
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে,
তারই সাথে পথ চলে।
আমি..