Ami Tarei Khuje Berai Bangla Lyrics By Sanchita Roy.

Ami Tarei Khuje Berai Bangla Lyrics By Sanchita Roy.

Ami Tarei Khuje Berai Bangla Lyrics By Sanchita Roy.

Here We Present You With the song ‘Ami Tarei Khuje Berai’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Sanchita Roy’. Lyrics Written By ‘Rabindranath Tagore‘,. Hope You Will Enjoy The Song. 


Song : Ami Tarei Khuje Berai

Lyrics : Rabindranath Tagore

Singer : Sanchita Roy

Parjaay : Puja-551

Upa-parjaay : Baul

Raag : Kalingara-Baul

Taal : Dadra

Label : SVF Music

Ami Tarei Khuje Berai Song Lyrics 

আমি তারেই খুঁজে বেড়াই 

যে রয় মনে, আমার মনে

আমার মনে,

আমি তারেই খুঁজে বেড়াই। 

সে আছে বলে

আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,

প্রাতে ফুল ফুটে রয় বনে আমার 

বনে আমার বনে। 

আমি তারেই খুঁজে বেড়াই 

যে রয় মনে, আমার মনে

আমার মনে,

আমি তারেই খুঁজে বেড়াই।। 

সে আছে বলে চোখের তারার আলোয়

আছে বলে চোখের তারার আলো,

এত রূপের খেলা রঙের মেলা 

অসীম সাদায় কালোয়,

সে মোর সঙ্গে থাকে বলে

আমার অঙ্গে অঙ্গে হরষ জাগায়

দখিন সমীরণে, সমীরণে, সমীরণে।

আমি তারেই খুঁজে বেড়াই 

যে রয় মনে, আমার মনে

আমার মনে,

আমি তারেই খুঁজে বেড়াই।। 

তারই বাণী হঠাৎ উঠে পুরে

আনমনা কোন তানের মাঝে,

আমার গানের সুরে, 

তারই বাণী

দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,

দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,

কাজের মাঝে লুকিয়ে থেকে 

আমারে কাজ ভোলায়। 

সে মোর চিরদিনের বলে

তারই পুলকে মোর পলকগুলি 

ভরে ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে। 

আমি তারেই খুঁজে বেড়াই 

যে রয় মনে, আমার মনে

আমার মনে,

আমি তারেই খুঁজে বেড়াই। 

সে আছে বলে

আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,

প্রাতে ফুল ফুটে রয় বনে আমার 

বনে আমার বনে। 

আমি তারেই খুঁজে বেড়াই 

যে রয় মনে, আমার মনে

আমার মনে,

আমি তারেই খুঁজে বেড়াই।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *