Ami Tarei Khuje Berai Bangla Lyrics By Sanchita Roy.
Ami Tarei Khuje Berai Bangla Lyrics By Sanchita Roy.
Song : Ami Tarei Khuje Berai
Lyrics : Rabindranath Tagore
Singer : Sanchita Roy
Parjaay : Puja-551
Upa-parjaay : Baul
Raag : Kalingara-Baul
Taal : Dadra
Label : SVF Music
Ami Tarei Khuje Berai Song Lyrics
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।
সে আছে বলে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার
বনে আমার বনে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।।
সে আছে বলে চোখের তারার আলোয়
আছে বলে চোখের তারার আলো,
এত রূপের খেলা রঙের মেলা
অসীম সাদায় কালোয়,
সে মোর সঙ্গে থাকে বলে
আমার অঙ্গে অঙ্গে হরষ জাগায়
দখিন সমীরণে, সমীরণে, সমীরণে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।।
তারই বাণী হঠাৎ উঠে পুরে
আনমনা কোন তানের মাঝে,
আমার গানের সুরে,
তারই বাণী
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,
কাজের মাঝে লুকিয়ে থেকে
আমারে কাজ ভোলায়।
সে মোর চিরদিনের বলে
তারই পুলকে মোর পলকগুলি
ভরে ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।
সে আছে বলে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার
বনে আমার বনে।
আমি তারেই খুঁজে বেড়াই
যে রয় মনে, আমার মনে
আমার মনে,
আমি তারেই খুঁজে বেড়াই।।