Ami Urbona (আমি উড়বোনা) Bangla Lyrics By Minar Rahman.
Ami Urbona (আমি উড়বোনা) Bangla Lyrics By Minar Rahman.
Song : Ami Urbona
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman
Cast: Afran Nisho , Mehajabin Chowdhury
Ami Urbona Lyrics in Bengali
তোমাকে আমার যত স্বপ্নের কথা
আবার বলবো,
নিজেকে তোমার মাঝে হারিয়ে
আবার আঁকবো,
আমি নীরবে তোমায় দেখবো
শুধু তোমাতেই আবার হারাবো, বিস্ময়ে।
আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না
আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।
ভুলেছি, সব মান অভিমান আমার
তোমার গল্পে,
লিখেছি, কত গান কবিতা আবার
তোমার স্বপ্নে।
আমি নীরবে তোমায় দেখবো
শুধু তোমাতেই আবার হারাবো, বিস্ময়ে।
আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না
আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।
যতদূর আমি হেঁটেছি একা
দেখেছি তোমার ছায়া,
তুমিও যেন পাশেই ছিলে
ভেবোনা আমায় দিশেহারা..
আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না,
তুমি হীনা সে গান গাইবো না আমি।
তুমি জানলে না
আমার কত কথা শুনলে না,
বুকে জমাট ব্যেথা বুঝলে না তুমি।