Amoron (আমরন) Bangla Lyrics By Protikkha Band.
Amoron (আমরন) Bangla Lyrics By Protikkha Band.
Song : Amoron
Lyrics : Susmita Biswas Sathi
Tune : Rafi Mohammad
Vocal : Naimul Islam Ratul
Drums : Rasik Jul Eakram Sharthok
Guitar : Ricky Gomes
Guitar : Api Adhikary
Bass : Marcel Sarkar Badhon
Manager : Shahriar Hossain Sajid
Direction And DOP : James Sarkar And Hasibur Rahman
Production : Artist Filmz
Amoron Lyrics In Bengali
ভালোবাসা বিশ্বাস
তোমার জন্য তোলা থাকুক আজীবন,
শোনোনা শোনো
না বলা কথা বলা থাকুক আজীবন।
এভাবেই প্রেম ক্ষয়, সত্যি হবার নয়
মরবো এভাবে আমরণ ..
কেনো চলে গেলে ?
আমায় ফেলে!
বিশ্বাস করলে ভাঙ্গন।।
প্রতীক্ষার পরে আমি
দেখি তোমার প্রতিফলন,
সব শেষ হয়ে শেষ হবেনা
ভালোবাসবো আজীবন।
এভাবেই প্রেম ক্ষয়, সত্যি হবার নয়
মরবো এভাবে আমরণ ..
কেনো চলে গেলে ?
আমায় ফেলে!
বিশ্বাস করলে ভাঙ্গন।।
কত পথ পেরিয়েছি
তোমায় বোঝাবো বলে,
দিব্যি দিলেও ভুল মনে হবে
কোন সে মায়ার ছলে।
এভাবেই প্রেম ক্ষয়, সত্যি হবার নয়
মরবো এভাবে আমরণ ..
কেনো চলে গেলে ?
আমায় ফেলে!
বিশ্বাস করলে ভাঙ্গন।।