Andhokarer Majhe Amay Bangla Lyrics By Rabindranath Tagore.
Andhokarer Majhe Amay Bangla Lyrics By Rabindranath Tagore.
Song : Andhokarer Majhe Amay – অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে
Lyrics : Rabindranath Tagore
Andhokarer Majhe Amay Lyrics in Bengali
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
কখন্ তুমি এলে, হে নাথ, মৃদুমৃ দুচরণপাতে?।
ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি–
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥
যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥