Anmone (আনমনে) Bangla Lyrics By Tahsan & Mala.

 Anmone (আনমনে) Bangla Lyrics By Tahsan & Mala.

Anmone (আনমনে) Bangla Lyrics By Tahsan & Mala.

Song Name : Anmone 

Lyrics & Tune : Mala

Music : Saker Reza

Singers : Tahsan & Mala

Models : Saif & Rajkumari 

Director : Taneem Rahman Angshu

Executive Producer : J.I.Khan (Ariyan)

Productions : SILVER SCREEN PRODUCTIONS

Anmone Lyrics in Bengali 

মন চায় শুধু

কিছু বলতে তোমায়

আছে মনে যতো

মনের কথা।

সময় ধিরে চলে

পাল্টে যায় জীবন ধারা

রঙিন সুখের মাঝে শুন্য ব্যথা।

মন কাজে বসে না

ঘুম চোখে আসেনা

আনমনে সারাখন

খুজি তোমায়।

এলোমেলো ভাবোনায়

খোলা জানালায়

গল্পের ছবি আঁকি,

কালো মেঘ সরিয়ে 

বাধা এড়িয়ে 

তোমায় ডাকি। 

চেনা চেনা ঠিকানা 

লাগে অচেনা 

যখন পিছু ফিরি,

সকলের আশাতে 

চাই ভাসাতে

মনের তরী।

দিচ্ছে সাড়া অনুভূতি 

ভাবতে এখন কি সে ক্ষতি

চেনা সুরে আড়ি পাতি

মন যেন আজ প্রজাপতি।

মন কাজে বসে না

ঘুম চোখে আসেনা

আনমনে সারাখন

খুজি তোমায়।

এলোমেলো ভাবোনায়

খোলা জানালায়

গল্পের ছবি আঁকি,

কালো মেঘ সরিয়ে 

বাধা এড়িয়ে 

তোমায় ডাকি। 

চেনা চেনা ঠিকানা 

লাগে অচেনা 

যখন পিছু ফিরি,

সকলের আশাতে 

চাই ভাসাতে

মনের তরী।

যেখানে যাও

যতো দূরে

খুজে নেবো আগে পরে

জেগে আছে অনেক আসা

বুঝে নিয়ো মনের ভাষা

মন কাজে বসে না

ঘুম চোখে আসেনা

আনমনে সারাখন

খুজি তোমায়।

এলোমেলো ভাবোনায়

খোলা জানালায়

গল্পের ছবি আঁকি,

কালো মেঘ সরিয়ে 

বাধা এড়িয়ে 

তোমায় ডাকি। 

চেনা চেনা ঠিকানা 

লাগে অচেনা 

যখন পিছু ফিরি,

সকলের আশাতে 

চাই ভাসাতে

মনের তরী।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *