Apatoto Jai ( আপাতত যাই) Bangla Lyrics By Nilayan Chatterjee.
Apatoto Jai ( আপাতত যাই) Bangla Lyrics By Nilayan Chatterjee.
Song Name : Apatoto Jai
Singer : Nilayan Chatterjee
Tune & Music : Nilayan Chatterjee
Arrangements : Soumyadeep Subhadeep
Lyricist : Nilayan Chatterjee
Guitars and Bass : Raja Chowdhury
Keyboards : Soumyadeep Basak
Mix-Master: Subhadeep Mitra
Music Label : SVF
Star Cast : Madhumita Sarcar, Soham Majumdar, Paran Bandyopadhyay, Aparajita Adhya
Release On : 2023-01-17
Apatoto Jai Lyrics in Bengali
ক্ষমা করে দিও আমায়
বোঝাই বা কোন ভাষায়
বরং তোমার কাছে
থেকে যাই হয়ে
প্রত্যাশাহীন এক নাম
আপাতত যাই এবার আসলাম
ভেবোনা কখন ও
মিথ্যে ভালো বাসলাম হুম
তুমিও জানো না পাওয়া
আমিও বুঝি না হওয়া
পরকাল থাকে যদি বাস্তবে
দেখো ঠিক হবে দেখা
ক্ষমা করে দিও আমায়
বোঝাই বা কোন ভাষায়
বরং তোমার কাছে
থেকে যাই হয়ে
প্রত্যাশাহীন এক নাম
আপাতত যাই এবার আসলাম
ভেবোনা কখনও
মিথ্যে ভালো বাসলাম হুম
হারিয়ে যাওয়া শহরে
ছুঁড়ে দেওয়া শব্দ গুলো
যদি না পায় সাড়া
খুঁজো আমার ধুলো
বরং তোমার কাছে
থেকে যাই হয়ে
প্রত্যাশা-হীন এক নাম
আপাতত যাই এবার আসলাম
ভেবোনা কখনও
মিথ্যে ভালো বাসলাম
আপাতত যাই ও ও