Apon Manush Chena Boro Daay(আপন মানুষ চেনা বড় দায়) Bangla Lyrics By Sukumar Baul
Song : Apon Manush Chena Boro Daay
Vocal : Sukumar Baul
Lyrics : Jashim Uddin Akash
Tune : SK Sanu
Music : Ah Turjo
Label : BD29 Multimedia
Apon Manush Chena Boro Daay Bangla Lyrics
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়।
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা।
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়।
বাবুই পাখি ঘর বাধিলে
হয় না ঘরে ঠাই
ঝড় বাদলে কাটায়রে সেই
ঘরের দরজায়।
পারে না সে ছাড়তে মায়া
ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক
পথেই ঠিকানা।
বাবুই পাখি ঘর বাধিলে
হয় না ঘরে ঠাই
ঝড় বাদলে কাটায়রে সেই
ঘরের দরজায়।
পারে না সে ছাড়তে মায়া
ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক
পথেই ঠিকানা
সময় সুযোগ পেলে মানুষ
শুধুই বদলে যায় শুধুই বদলে যায়
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়।
স্বার্থ ছাড়া হয় না কেহ
কারোই আপন জন
সুখে থেকো ভালো থেকো
করবো না বারণ।
মন পিঞ্জরে কষ্ট জমা
সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক
সবাই আমার চেনা।
স্বার্থ ছাড়া হয় না কেহ
কারোই আপন জন
সুখে থেকো ভালো থেকো
করবো না বারণ।
মন পিঞ্জরেই কষ্ট জমা
সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক
সবাই আমার চেনা।
কারনে অকারনে মানুষ
সহজে বদলায় সহজে বদলায়
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়।
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায়।
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায়রে
আপন মানুষ বোঝা বড়ই দায়।
Apon Manush Chena Boro Daay Bangla Lyrics
Apon Manush Chena Boro Daay
Apon Manush buja Boro Daay
Apon Manush Chena Boro Daay
Apon Manush buja Boro Daay
chaile tare jay na vula
buker vitor koster mela
chaile tare jay na vula
buker vitor koster mela
Apon manush sobcheye