Arun Ranga Golap Koli | Nazrul Geeti Bangla Song Lyrics.

 Arun Ranga Golap Koli | Nazrul Geeti Bangla Song Lyrics.

Song : Arun Ranga Golap Koli

Lyricist : Kazi Nazrul Islam

Arun Ranga Golap Koli Lyrics in Bengali 

অরুণ-রাঙা গোলাপ-কলি

কে নিবি সহেলি আয়।

গালে যার গোলাপী আভা

এ ফুল-কলি তারে চায়॥

ডালির ফুল যে শুকায়ে যায়

কোথায় লায়লী, শিরী কোথায়

কোথায় প্রেমিক বিরহী মজনু

এ ফুল দেব কাহার পায়॥

পূর্ণ চাঁদের এমন তিথি

ফুল-বিলাসী কই অতিথি

বুলবুলি বিনে এ গুল্‌ যে

অভিমানে মুরছায়

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *