Asha ( আশা) Bangla Lyrics By Habib Wahid.
Asha ( আশা) Bangla Lyrics By Habib Wahid.
Song : Asha
Singer : Habib Wahid
Song Composed, Produced & Arranged by Habib Wahid
Lyrics : Srabon
Label : Habib Wahid
Asha Lyrics in Bengali
ওই ছোট্ট গলিতে আমি হাঁটি,
চলি ফিরি
গুনগুন গান গাই
তোমায় খুঁজে মরি।
যদি এমনই হঠাৎ দেখা হয়ে যায়
এই আশা, এই আশা
ওওও হোওওও ওওও হোওওও
ওওও হোওওও ওওও হোওওও,
হাওয়া জানে, কোথায় থাকো
তোমার কী ঠিকানা
হাওয়া জানে, কোথায় থাকো
তোমার কী ঠিকানা
কোন বারান্দায় চুল শুকাও
আর কোথায় মেলো জামা।
আমি শুধু জানি এই
ছোট্ট গলি তোমার সীমানা
যদি এমনই হঠাৎ দেখা হয়ে যায়
এই আশা, এই আশা, এই আশা, এই আশা।