Asha Jaoar Pother Dhare Bangla Song Lyrics By Manomay Bhattacharya.
Asha Jaoar Pother Dhare Bangla Song Lyrics By Manomay Bhattacharya.
Asha Jaoar Pother Dhare গানটি গেয়েছেন Manomay Bhattacharya। গানের লিরিক্স দিয়েছেন Rabindranath Tagore। এবং গানটি SVF Devotional YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Asha Jaoar Pother Dhare গানের লিরিক্স টি ভাল লাগবে।
Song : Asha Jaoar Pother Dhare
Lyrics : Rabindranath Tagore
Vocal : Manomay Bhattacharya
Parjaay : Prem-19
Upa-parjaay : Gaan
Raag : Iman-Kalyan
Taal : Dadra
Music On : T-Series
Asha Jaoar Pother Dhare Song Lyrics
আসা-যাওয়ার পথের ধারে
কেটেছে দিন গান গেয়ে মোর,
কেটেছে দিন,
যাবার বেলায় দেবো কারে
যাবার বেলায়, দেবো কারে
বুকের কাছে বাজল যে বীন,
আসা-যাওয়ার পথের ধারে।।
সুরগুলি তার নানা ভাগে রেখে যাবো
পুষ্পরাগে,
মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায়
করবো বিলীন,
যাবার বেলায় দেবো কারে
যাবার বেলায়, দেবো কারে
বুকের কাছে বাজল যে বীন,
আসা-যাওয়ার পথের ধারে।।
কিছু বা সে মিলনমালায় যুগলগলায়
রইবে গাঁথা,
মিলনমালায় কিছু বা সে,
ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা,
ভিজিয়ে দেবে।
কিছু বা কোন্ চৈত্রমাসে বকুল-ঢাকা
বনের ঘাসে,
মনের কথার টুকরো আমার
কুড়িয়ে পাবে কোন উদাসীন,
যাবার বেলায় দেবো কারে
যাবার বেলায়, দেবো কারে
বুকের কাছে বাজল যে বীন,
আসা-যাওয়ার পথের ধারে।।