Aynate Oi Mukh Dekbe Jokhn ( আয়নাতে ঐ মুখ দেখবে যখন) Bangla Lyrics By Mahamudunnabi.
Aynate Oi Mukh Dekbe Jokhn ( আয়নাতে ঐ মুখ দেখবে যখন) Bangla Lyrics By Mahamudunnabi.
Song: Aynate Oi Mukh Dekbe Jokhn
Cast: Razzak & Shabnam
Movie: Nacher Putul
Label: Anupam Piran Khan
Aynate Oi Mukh Dekhbe Jokhon Lyrics in Bengali
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে ?
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে?
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে ?
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে ?
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে
আয়নাতে ঐ মুখ দেখবে যখন…