Baba Bole Chele Nam Korbe Bangla Lyrics By Agun.

 Baba Bole Chele Nam Korbe Bangla Lyrics By Agun.


Baba Bole Chele Nam Korbe Song Credits:


Song : Baba Bole Chele Nam Korbe | বাবা বলে ছেলে নাম করবে 

Singer : Agun

Cast : Salman Shah

Movie : Keyamat Theke Keyamat

Baba Bole Chele Nam Korbe Lyrics in Bengali 

বাবা বলে ছেলে নাম করবে

সারা পৃথিবী তাকে মনে রাখবে

শুধু এই কথা কেউ জানে না

আগামী দিনের ঠিকানা

বাবা বলে ছেলে নাম করবে

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

বাবা বলে ছেলে নাম করবে

সারা পৃথিবী তাকে মনে রাখবে

শুধু এই কথা কেউ জানে না

আগামী দিনের ঠিকানা

বাবা বলে ছেলে নাম করবে

এখানে যত বন্ধুরা আছে

একই আশা সবার বুকে

এখানে যত বন্ধুরা আছে

একই আশা সবার বুকে

আজ ওরা ভাবেন

কাল কে কি হবে

একই স্বপ্ন সবার চোখে

কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে

ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে

শুধু এ কথা কেউ জানে না

আগামী দিনের ঠিকানা

বাবা বলে ছেলে নাম করবে

আমারি স্বপ্ন এক যে সুন্দরী

দেখে বাতাস হারায় দিশা

আমারি স্বপ্ন এক যে সুন্দরী

দেখে বাতাস হারায় দিশা

গালেতে গোলাপ নয়নে যাদু

রাঙা ঠোটে ভালবাসা

আমি সবার সেরা নাচ করবো

প্রেমের ইতিহাসে নাম লেখাবো

আমারি চোখে চেয়ে দেখো

কোথায় আমার ঠিকানা

বাবা বলে ছেলে নাম করবে

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *