Bahu Manaratha (বহু মনরত) Bangla Song Lyrics By Subhamita Banerjee.

Bahu Manaratha (বহু মনরত) Bangla Song Lyrics By Subhamita Banerjee.

 

Bahu Manaratha (বহু মনরত) Bangla Song Lyrics By Subhamita Banerjee

Here We Present You With the song ‘Bahu Manaratha’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Subhamita Banerjee’. Lyrics Written By ‘Rituparno Ghosh‘, Music Given By ‘Debojyoti Mishra’. This song published on SVF YouTube channel. Hope You Will Enjoy The Song. 

Song : Bahu Manaratha

Singer : Subhamita Banerjee

Lyrics : Rituparno Ghosh

Music : Debojyoti Mishra

Directed by : Sanjoy Nag

Produced by : Shrikant Mohta & Mahendra Soni

Label : SVF

Bahu Manaratha Song Lyrics 

বহু মনোরথে সাজু অভিসারে 

পেহলু সুনীল বেশ,

কাজর নয়নে সলাজ বয়ানে 

কুসুমে সজানু কেশ,

সখি হম মোহন অভিসারে জাউঁ

বোলো হম এতক সুখ কহাঁ পাউঁ?

যমুনার পার গহন অঁধার ঘনমে পবন মাঝে

পিয়া সেথা মোর বেদনা কাতর 

মোহে লাগি বৈঠে আছে,

সখি হম মোহন অভিসারে জাউঁ

বোলো হম এতক সুখ কহাঁ পাউঁ?

সখি চির অভাগিনী হম

বৈঠে একাকিনী পোহানু রজনী 

তবু না আইল শ্যাম। 

সখি চির অভাগিনী হম

কৃষ্ণ কাজল পিঘল সজল নয়নের নীর ধারে,

এ কঠিন পথ বৃথা মনোরথ বিফল অভিসারে,

সখি হম কবহুঁ ন অভিসারে জাউঁ

দুখ লাজ এতক সেহে নাহি পাউঁ। 

বহু মনোরথে সাজু অভিসারে 

পেহলু সুনীল বেশ,

কাজর নয়নে সলাজ বয়ানে 

কুসুমে সজানু কেশ,

ফির আজু মোহন অভিসারে জাউঁ

সখি বোল এতক দুখ কহাঁ পাউঁ। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *