Baje Shobhab ( বাজে সভাব) Bangla Lyrics By Rehaan.

 Baje Shobhab ( বাজে সভাব) Bangla Lyrics By Rehaan.

Baje Shobhab ( বাজে সভাব) Bangla Lyrics By Rehaan.

Song: Baje Shobhab

Singer: Rehaan

Tune & Lyrics: Rehaan

Music: Prithwi Raj

Baje Shobhab Lyrics in Bengali 

কথা হবে দেখা হবে,

প্রেমে প্রেমে মেলা হবে

কাছে আসা আসি আর হবে না

চোখে চোখে কথা হবে,

ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে

ভালবাসা-বাসি আর হবে না

শত রাত জাগা হবে,

থালে ভাত জমা রবে

খাওয়া দাওয়া কিছু মজা হবে না

হুট করে ফিরে এসে,

লুট করে নিয়ে যাবে

এই মন ভেঙে যাবে জানো না

আমার এই বাজে স্বভাব

কোনোদিন যাবেনা

আমার এই বাজে স্বভাব

কোনোদিন যাবেনা

ভুলভাল ভালবাসি,

কান্নায় কাছে আসি

ঘৃণা হয়ে চলে যাই থাকি না

কথা বলি একাএকা,

সেধে এসে খেয়ে ছ্যাঁকা

কেনো গাল দাও আবার বুঝি না

খুব কালো কোনো কোণে,

গান শোনাবো গোপনে

দেখো যেনো আর কেউ শোনে না

গান গেয়ে চলে যাবো,

বদনাম হয়ে যাবো

সুনাম তোমার হবে হোক না

আমার এই বাজে স্বভাব

কোনোদিন যাবেনা

আমার এই বাজে স্বভাব

কোনোদিন যাবেনা

যদি তুমি ভালোবাসো,

ভালো করে ভেবে এসো

খেলে ধরা কোনো খানে রবে না

আমি ছুঁয়ে দিলে পরে,

অকালেই যাবে ঝরে

গলে যাবে যে বরফ গলে না

আমি গলা বেচে খাবো,

কানের আশেপাশে রবো

ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না

কারো একদিন হবো,

কারো একরাত হবো

এর বেশি কারো রুচি হবে না

আমার এই বাজে স্বভাব

কোনোদিন যাবেনা

আমার এই বাজে স্বভাব

কোনোদিন যাবেনা

কথা হবে দেখা হবে,

প্রেমে প্রেমে মেলা হবে

কাছে আসা-আসি আর হবে না

চোখে চোখে কথা হবে,

ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে

ভালবাসা-বাসি আর হবে না

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *