Baki Batta (বাকি বাট্রা) Bangla Lyrics By Aly Hasan, Sadi, Siam Hawlader, Maruf Akon, Toukir Ahmed & Muhammad Bablu.

 Baki Batta (বাকি বাট্রা) Bangla Lyrics By Aly Hasan, Sadi, Siam Hawlader, Maruf Akon, Toukir Ahmed & Muhammad Bablu.

Baki Batta (বাকি বাট্রা) Bangla Lyrics By Aly Hasan, Sadi, Siam Hawlader, Maruf Akon, Toukir Ahmed & Muhammad Bablu.

Song Name: Baki Batta

Lyrics: Aly Hasan

Singer: Aly Hasan, Sadi, Siam Hawlader, Maruf Akon, Toukir Ahmed & Muhammad Bablu

Label: G Series Music

Release Date: 3 January 2023

Baki Batta Lyrics in Bengali 

এই টেকার কাম কথায় হয় না

কথার কাম টেকায়

নগদ ছাড়া বাকি বাট্টা 

লেখে না আর খাতায়

নানান প্যারা ঘুরে আমগো 

ছোট্ট একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ 

রঙ্গিন স্বপ্ন দেখায়

ভাই, এই টেকার কাম কথায় হয় না

কথার কাম টেকায়

নগদ ছাড়া বাকি বাট্টা 

লেখে না আর খাতায়

নানান প্যারা ঘুরে আমগো 

ছোট্ট একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ 

রঙ্গিন স্বপ্ন দেখায়

ভাই,,,পকেটে টেকা আছে 

সবাই তোমায় ভালোবাসে

দেখতাছি আশেপাশে 

যুক্তি দিলে পাগল হাসে

ঐ অটো জাইবা নাকি 

যাইবেন কই

আশেপাশে

সংসার তো চলে না ভাই

যত টাকাই কামাই মাসে

কি কইবি দুঃখের কথা

সবার মাথায় প্যারা আছে

মনে ভুলে দুঃখের কথা 

কইয়ালাইছি আপনের কাছে

ঠিক আছে সমস্যা নাই 

চলতাছে ধানায়-পানায়

পাপে বোঝা ভারি হইছে

পদে পদে গুনা কামাই

একজন রে উপরের দিকে উঠতে দেখলে

টাইনা নামাই

পরে দেখমু বাপের জামাই

আগে জিগাই কত কামাই

ভাড়া দিন কত

দেন আপনার মনের মত

তগো মন তো ভরবো না ভাই

ভাড়া দেই আর যত

আরে ভাই দিইয়া দেন 

তাই ৮০ টাকা ভাড়া

এত টাকা ভাড়া 

দেনা ধুর বারাইয়া পারা

আসলে ছেড়া দেশের সীমানাডাই ত্যারা

১৯ থেকে ২০ হইলেই ক্যারাব্যারা

তগো পেডের ভিতরে গারা 

গারাই মাগুর মাছ ছাড়া

চাস উল্টা পাল্টা ভাড়া

দেনা ধুর বারাইয়া পারা

আহহা,

এই টেকার কাম কথায় হয় না

কথার কাম টেকায়

নগদ ছাড়া বাকি বাট্টা 

লেখে না আর খাতায়

নানান প্যারা ঘুরে আমগো 

ছোট্ট একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ 

রঙ্গিন স্বপ্ন দেখায়

ভাই, এই টেকার কাম কথায় হয় না

কথার কাম টেকায়

নগদ ছাড়া বাকি বাট্টা 

লেখে না আর খাতায়

নানান প্যারা ঘুরে আমগো 

ছোট্ট একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ 

রঙ্গিন স্বপ্ন দেখায়

কিও ভাই কারে খোঁজেন

আপনে তো বেশি বুঝেন

হ আমি বেশি বুঝি

কারণ আমার অল্প রুজি 

বাপের নাই অট্টালিকা 

তাইতো কাস্টমার খুঁজি 

আমরাও ব্যাবসা বুঝি

আমগো খালি নাই কা পুঁজি

এইজন্য এখন আমরা

ডাইনে বামে চালান খুঁজি 

যা হইছে হইছে এল্লা বাদ দেনা বাপ

প্যাঁচাল পিটলে ক্যাচাল বাড়বো 

নিজের রাস্তা মাপ

হালার 

এমনেই তো নানান প্যারায় 

মাথায় থাকে চাপ

সব কিছুতেই খরচো বাড়ছে 

কোথাও পাইনা লাব

আপনের 

আর লওয়া লাগবো না ভাই

মাথার ভিতরে চাপ

রিচার্জের বাপ এখন

নগদেই লাব তাই 

বর্তমান জগতে 

লাব আছে নগদে

সেন্ড মানি ফ্রী

টাকা পাঠাও সব জেলাতে

ক্যাশ আউট কম খরচো

টাকা বাঁচবো পকেটে 

লাবের উপর লাব

টেনশন ফ্রী এখন নগদে

টেকার কাম কথায় হয় না

কথার কাম টেকায়

নগদ ছাড়া বাকি বাট্টা 

লেখে না আর খাতায়

নানান প্যারা ঘুরে আমগো 

ছোট্ট একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ 

রঙ্গিন স্বপ্ন দেখায়

ভাই, এই টেকার কাম কথায় হয় না

কথার কাম টেকায়

নগদ ছাড়া বাকি বাট্টা 

লেখে না আর খাতায়

নানান প্যারা ঘুরে আমগো 

ছোট্ট একটা মাথায়

আর আজব দুনিয়াতে মানুষ 

রঙ্গিন স্বপ্ন দেখায়

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *