Bangla Romantic Short Love Stories in 2022 – Choto Golpo BD – ভালোবাসার ছোট গল্প।

 Bangla Romantic Short Love Stories in 2022 – Choto Golpo BD – ভালোবাসার ছোট গল্প।

Bangla Romantic Short Love Stories in 2022 - Choto Golpo BD - ভালোবাসার ছোট গল্প।

প্রেমের ছোট গল্প অর্থাৎ ভালোবাসার ছোট গল্প হলো কম সময়ের মধ্যে সমাপ্ত হওয়া দারুন সব প্রেমের কাহিনি।ছোট গল্প বেশিরভাগ মানুষ পছন্দ করেন, কারন বড় বড় গল্প পড়তে অনেকদিন সময় লেগে যায় কিন্তু ছোট গল্প গুলো কম সময়ে পড়ে শেষ করা যায়। আপনি যদি ভালোবাসার ছোট গল্প অনুসন্ধান বা সার্চ করে থাকেন তাহলে এই টপিক টি আপনার জন্যই। 

Bangla Romantic Short Love Stories in 2022 – Choto Golpo BD – ভালোবাসার ছোট গল্প।

একটি ছেলে একটি মেয়ে নেটে তাদের পরিচয়। এই পরিচয় থেকেই ধীরে ধীরে তারা দুজন দুজনার প্রেমে পরে গেল।হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে বলল,,

তারা দেখা করবে তারপর তারা দিন তারিখ ঠিক করলো।

তখন ছেলেটি মেয়েটিকে বলল সে তাকে কিভাবে চিনবে???

উত্তরে মেয়েটি বলল সে সাদা ড্রেস পরে আসবে আর হাতে থাকবে গোলাপ।ছেলেটি বলল ঠিক আছে।

কথা মতো ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে পার্কে গেল।

অনেক খোঁজার পর দেখলো পার্কের এক কোনে একজন বৃদ্ধ মহিলা সাদা ড্রেস আর লাল গোলাপ হাতে বসে আছে, ছেলেটি কিছু চিন্তা না করে সোজা এই বৃদ্ধা মহিলাকে বলল,আই লাভ ইউ।তখন মহিলাটি বলল তুমি যাকে খোজছো সে তো এই গাছের আড়ালে।

মেয়েটি তখন বেড়িয়ে এসে বলল, আমি যদি সত্যি এই মহিলার মতো হতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতে..???

তখন ছেলেটি বলল আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়, আমি তোমার মনটা চাই,তোমার রূপ নয়, তখন মেয়েটি অশ্রু সিক্ত চোখে বলল..আই লাভ ইউ টু!

এটাই হল সত্তিকারের ভালোবাসা।

রোমান্টিক প্রেমের গল্প-short Love Story

মেয়েঃ আমি যদি পড়ে যাই তুমি কি আমাকে তুলবে??

ছেলেঃ না!!

মেয়েঃ আমি যখন দুঃখ পাব তুমি কি আমার কান্না মুছিয়ে দেবে??

ছেলেঃ নাহ!!

মেয়েঃ আমাকে দেখতে যদি কখনো খারাপ লাগে তখনো কি আমাকে ভালবাসবে??

ছেলেঃ না!!

মেয়েঃ যাই হোক!! কমপক্ষে সত্য বলার সৎ সাহস তোমার আছে!! এজন্য তোমাকে ধন্যবাদ!!

ছেলেটি তখন মেয়েটিকে কাছে টেনে নিয়ে বললঃ

আমি তোমাকে পড়ার পর তুলবো না!! কারন, আমি তোমাকে পড়ার আগেই ধরে ফেলব!

আমি তোমার দুঃখের কান্না মুছে দিবো না! কারন, আমি তোমার কাছে কোন দুঃখকে আসতে দেবো না!!  যখন তোমাকে দেখতে খারাপ লাগে তোমাকে সে সময় ভালবাসব না!! কারন ওই সময় আমার কখনোই আসবে না, তুমি সব সময় আমার কাছে সুন্দর!!  আমি তোমাকে অন্য সব কিছুর চেয়ে ভালোবাসি!! সব সময় এবং সর্বদা!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *