Bare Bare Ar Asa Hobe Na Bangla Lyrics By Kartik Das Baul.
Bare Bare Ar Asa Hobe Na Bangla Lyrics By Kartik Das Baul.
Here We Present You With the song ‘Bare Bare Ar Asa Hobe Na’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Kartik Das Baul’. Lyrics Written By ‘Bhoba Pagla‘,. Hope You Will Enjoy The Song.
Song: Bare Bare Ar Asa Hobe Na
Singer: Kartik Das Baul
Lyrics & Tune: Bhoba Pagla
Bare Bare Ar Asa Hobe Na Song Lyrics
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি যাহা করে গেলে কেহ জানে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম, এমন…
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়,
চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়।
তোমার বিচার করিবেন সেই বিধাতায়,
তোমার বিচার করিবেন সেই বিধাতায়।
তাহার কাছে ফাঁকিজুঁকি কিছু চলে না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
তুমি যাহা বদনে করনাই প্রকাশ,
অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ।
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
সে জে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
মানুষের কুলে কালি আর দিও না..
বারে বারে আর আসা হবে না,
বারে বারে আর আসা হবে না।
সাবধানে চল মন হও হুঁশিয়ার,
তোমার বেলা তো বহে যায়
আসে অন্ধকার। (২)
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
এই মানুষ দেবতা হয়, হয় অবতার,
ভবা কহে,
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখ না..
বারে বারে আর আসা হবে না।
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,
তুমি যাহা করে গেলে কেউ জানে না
বারে বারে আর আসা হবে না।
এমন মানব জনম,
এমন মানব জনম আর পাবে না
বারে বারে আর আশা হবে না,
বারে বারে আর আশা হবে না।