Baro Mash(বারো মাস) Bangla Lyrics By Ayub Bachchu
Baro Mash(বারো মাস) Bangla Lyrics By Ayub Bachchu
Song : Baro Mash
Vocal : Ayub Bachchu
Lyrics : Prince Mahmud
Tune : Prince Mahmud
Album : 12 Mash
Label : Suranjoli
Baro Mash Bangla Lyrics
আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে
আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে
আসছে মাসে না হয় পত্র দিও
আসছে মাসে না হয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও
আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
ও আমি ১২ মাস তোমার আশায় আছি
ও আমি ১২ মাস তোমার আশায় আছি
Baro Mash Bangla Lyrics
Ami baro mash tomay valobasi
Tumi sujog paile bondhu basiyo
Ami baro mash tomar ashay achi
Tumi obosor paile asiyo
Ashar srabone ghono borosar sathe
Dingulo kate na biroho bethate
Ashar srabone ghono borosar sathe
Dingulo kate na biroho bethate
Asche mase na hoy potro dio
Tumi obosor paile asiyo