Bedonar Jhor (বেদনার ঝড়) Bangla Lyrics By Samz Vai .
Bedonar Jhor (বেদনার ঝড়) Bangla Lyrics By Samz Vai .
Song : Bedonar Jhor (বেদনার ঝড়)
Singer : Samz Vai
Lyric : Faisal Rabbikin
Tune & Music : Rezwan Sheikh
Language : Bengali
Bedonar Jhor Bangla Lyrics
ও বলনা কেমন করে মনটা ভেঙ্গে চুরে
করলি আমায় এতোটা পর,
কতটা কষ্ট বুকে মরছি ধুকে ধুকে
পুড়ে ছাই হলো অন্তর।
ও হয়না ভালো থাকা
তোকে ছাড়া লাগে একা
শুন্য বড়ো লাগে ঘর।
কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়,
কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়।।
বুঝতি যদি তুই কতোটা ভালোবাসি
কাঁদতি ঠিকই জানি তোর চোখ লুকিয়ে,
বুঝতি যদি তুই কতোটা ভালোবাসি
কাঁদতি ঠিকই জানি তোর চোখ লুকিয়ে,
ও.. চলে কভু যাবি না, হাত ছেড়ে দিবি না
তোরই কথা ছিলো সব ছলনা।
কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়,
কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়।।
কেমনে ভুলি তারে, মনেতে রাখি যারে
ফিরে আসি বারে-বার তোরই কাছে,
কেমনে ভুলি তারে, মনেতে রাখি যারে
ফিরে আসি বারে-বার তোরই কাছে
ব্যাথা কভু দিবিনা, আর কারো হবি না
তোরই কথা ছিলো সব ছলনা।
কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়,
কি জালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়।।