Behaya Mon – 3(বেহায়া মন – ৩) Bangla Lyrics By Chisty Baul
Behaya Mon – 3(বেহায়া মন – ৩) Bangla Lyrics By Chisty Baul
Song : Behaya Mon – 3
Vocal : Chisty Baul
Lyrics : Samsel Haque Chisty
Label : Nagorik Music
Behaya Mon – 3 Bangla Lyrics
কেনো বেহায়ার নাই
কেনো বেহায়ার নাই
বারে বারে আসি যাই
কি করে বোঝাই তোমায়
ভাষা পাই না
তুমি কি প্রান বন্ধু বুইঝা বোঝো না
তুমি কি প্রান বন্ধুরে বুইঝা বোঝো না রে
কেনো বেহায়ার নাই
বারে বারে আসি যাই
কি করে বোঝাই তোমায়
ভাষা পাই না
তুমি কি প্রান বন্ধুরে বুইঝা বোঝো না
তুমি কি প্রান বন্ধু বুইঝা বোঝো না রে
বন্ধুরে ও প্রান নাত আমার
প্রথম যেদিন তোমার সাথে
হলো মোলাকাত
সেদিনী তো মনে প্রানে
হয়েছি বায়াত
বন্ধুরে প্রথম যেদিন তোমার সাথে
হলো মোলাকাত
সেদিনী তো মনে প্রানে
হয়েছি বায়াত
আমি সয়নে সপনে
দেন ও জাগরণে
আমি সয়নে সপনে
দেন ও জাগরণে
মনের অজান্তে করি দূর কল্পনা
তুমি কি প্রান বন্ধু বুইঝাও বোঝোনা
তুমি কি প্রান বন্ধু বুইঝাও বোঝোনা
বন্ধুরে আশা ছিল তোরে লইয়া
বাধবো সুখের ঘর
বাসরে গোসর হয়ে
করিব আদর
বন্ধুরে আশা ছিল তোরে লইয়া
বাধবো সুখের ঘর
বাসরে গোসর হয়ে
করিব আদর
গিয়ে আত্তায় আত্তায় আলিঙ্গন
আদরে করিবো চুম্বন
আত্তায় আত্তায় আলিঙ্গন
আদরে করিবো চুম্বন
জীবন মরনের সাথী হবো দুজনা
তুমি কি প্রান বন্ধুরে বুইঝা বোঝো না
তুমি কি প্রান বন্ধু বুইঝা বোঝো না রে
বন্ধুরে না বোঝারও ভান করিয়া
আছো তুমি সুখে
আশা আর নিরাশা লইয়া
ভোগে সামসেল হক
না বোঝারও ভান করিয়া
আছো তুমি সুখে
আশা আর নিরাশা লইয়া
ভোগে সামসেল হকে
অবজ্ঞা আর অপমান
যতই করো আলিংসান
তুমি কি প্রান বন্ধুরে বুইঝা বোঝো না
তুমি কি প্রান বন্ধু বুইঝা বোঝো না রে।।
Behaya Mon – 3 Bangla Lyrics
Keno behayar nai
Keno behayar nai
Bare bare asi jai
Ki kore bojhai tomay
Vasha pai na
Tumi ki pran bondhure buijhao bujho na
Tumi ki pran bondhu buijhao bojho na
Bondhure o prano nat amar
Bondhure prothom jedin tomar sathe
Holo molakat
Sedini to mone prene
Hoyechi bayat