Bekheyali ( বেখেয়ালি) Bangla Lyrics By Abir Biswas.

 Bekheyali ( বেখেয়ালি) Bangla Lyrics By Abir Biswas. 

Bekheyali ( বেখেয়ালি) Bangla Lyrics By Abir Biswas.

Song : Bekheyali 

Singer : Abir Biswas 

Composition And Music Direction : Barenya Saha

Lyrics : Somraj Das 

Guitar : Suman Bagani

Mixing And Mastering : Rupak Tiary

Director : Rohan Kumar Paul

Assistant Director : Saikat Das

Produced by : Barenya Saha

Music on : Zee Music Company

Bekheyali Lyrics In Bengali 

আমি, ভীষণই আদুরে আবদারে 

আজও তোমাকে খুঁজি,

তুমিও ফিরে তাকালে হঠাৎ 

ভালোবাসা বুঝি। 

তোমাকে নিজের করে পাওয়া 

খুবই কঠিন,

কেন বুঝেও বোঝোনি?

ইদানিং আর তো খোঁজো নি,

তোমারই সাজানো মেঘেতে বৃষ্টি হয়ে। 

আমি নিজে বেখেয়ালি 

ছুটে যাই যে অলিগলি, 

লিখেছি প্রেমের শিলালিপি, রূপকথায়। 

আমি, ভীষণই আদুরে আবদারে 

আজও তোমাকে খুঁজি …

মনমাফিক আসা যাওয়া 

কাঁচামিঠে ইচ্ছেদের …

মনমাফিক আসা যাওয়া 

কাঁচামিঠে ইচ্ছেদের,

ভালোবাসা বাকি আছে 

অজানা সে বিচ্ছেদের,

উষ্ণ ভালোবাসার নিভু আঁচে 

অভিমানী প্রেমিক আজও বাঁচে,

তুমি ফিরে তাকাও একটিবার 

কাছে টেনে নেবো ও…

কেন বুঝেও বোঝোনি?

ইদানিং আর তো খোঁজো নি,

তোমারই সাজানো মেঘেতে বৃষ্টি হয়ে। 

আমি, আমি, ভীষণই আদুরে আবদারে 

আজও তোমাকে খুঁজি, খুঁজি অলিগলি।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *