Bela Boye Jay (বেলা বয়ে যায়) Bangla Song Lyrics By Shusmita Anis.
Bela Boye Jay (বেলা বয়ে যায়) Bangla Song Lyrics By Shusmita Anis.
Song : Bela Boye Jay
Singer : Shusmita Anis
Music : Sajid Sarkar
Lyrics : Shomeshwar Oli
Label : New Music Paradigm Companny
Bela Boye Jay Song Lyrics In Bengali
আমার ঘড়িতে বাজে তোমার সময়
তোমার বিকেল ছাদে কে পাশে রয়,
কাছাকাছি দূরে ঝরা পাতা ফুল
তুমি আমার ভেবে আমি ব্যাকুল।
ভালো লেগে আছে জেগে
একা বোকা দিন,
কবে যে হবো একা হীন।
বেলা বয়ে যায়
তুমি খুঁজো কি আমায়?
কে যে তোমার আসে ভাবনায়,
বেলা বয়ে যায়
তুমি বোঝো কি আমায়?
ভালো তোমায় কে বেসে যায়,
ও.. কে বেসে যায়।।
আমার চোখের মাঝে আয়না হাসে
তোমার চোখ যেন বেড়াতে আসে,
হো..
মন খারাপের পাশে তুমি দাঁড়ানো
আমারই দিকে হাত দুটি বাড়ানো,
হো..
ভালো লেগে আছে জেগে
একা বোকা দিন,
কবে যে হবো একা হীন।
বেলা বয়ে যায়
তুমি খুঁজো কি আমায় ?
কে যে তোমার আসে ভাবনায়,
বেলা বয়ে যায়
তুমি বোঝো কি আমায়?
ভালো তোমায় কে বেসে যায়,
ও.. কে বেসে যায়।।
তোমার প্রেমের ভাষা যায়না পড়া,
তোমার মন সে কি পাথরে গড়া
হো..
দূর আকাশের পানে আছি তাকিয়ে
অভিমান নিয়ে ঠোঁট দুটি বাঁকিয়ে
হো..
ভালো লেগে আছে জেগে
একা বোকা দিন,
কবে যে হবো একা হীন।
বেলা বয়ে যায়
তুমি খুঁজো কি আমায় ?
কে যে তোমার আসে ভাবনায়,
বেলা বয়ে যায়
তুমি বোঝো কি আমায়?
ভালো তোমায় কে বেসে যায়,
ও.. কে বেসে যায়।।