Bela Boye Jay (বেলা বয়ে যায়) Bangla Song Lyrics By Shusmita Anis.

 Bela Boye Jay (বেলা বয়ে যায়) Bangla Song Lyrics By Shusmita Anis.

Bela Boye Jay (বেলা বয়ে যায়) Bangla Song Lyrics By Shusmita Anis.

Song : Bela Boye Jay

Singer : Shusmita Anis

Music : Sajid Sarkar

Lyrics : Shomeshwar Oli

Label : New Music Paradigm Companny

 

Bela Boye Jay Song Lyrics In Bengali 

আমার ঘড়িতে বাজে তোমার সময়

তোমার বিকেল ছাদে কে পাশে রয়,

কাছাকাছি দূরে ঝরা পাতা ফুল 

তুমি আমার ভেবে আমি ব্যাকুল। 

ভালো লেগে আছে জেগে 

একা বোকা দিন,

কবে যে হবো একা হীন। 

বেলা বয়ে যায় 

তুমি খুঁজো কি আমায়?

কে যে তোমার আসে ভাবনায়, 

বেলা বয়ে যায় 

তুমি বোঝো কি আমায়?

ভালো তোমায় কে বেসে যায়,

ও.. কে বেসে যায়।।  

আমার চোখের মাঝে আয়না হাসে

তোমার চোখ যেন বেড়াতে আসে,

হো.. 

মন খারাপের পাশে তুমি দাঁড়ানো 

আমারই দিকে হাত দুটি বাড়ানো,

হো.. 

ভালো লেগে আছে জেগে 

একা বোকা দিন,

কবে যে হবো একা হীন। 

বেলা বয়ে যায় 

তুমি খুঁজো কি আমায় ?

কে যে তোমার আসে ভাবনায়, 

বেলা বয়ে যায় 

তুমি বোঝো কি আমায়?

ভালো তোমায় কে বেসে যায়,

ও.. কে বেসে যায়।। 

তোমার প্রেমের ভাষা যায়না পড়া,

তোমার মন সে কি পাথরে গড়া

হো..

দূর আকাশের পানে আছি তাকিয়ে 

অভিমান নিয়ে ঠোঁট দুটি বাঁকিয়ে 

হো..

ভালো লেগে আছে জেগে 

একা বোকা দিন,

কবে যে হবো একা হীন।

বেলা বয়ে যায় 

তুমি খুঁজো কি আমায় ?

কে যে তোমার আসে ভাবনায়, 

বেলা বয়ে যায় 

তুমি বোঝো কি আমায়?

ভালো তোমায় কে বেসে যায়,

ও.. কে বেসে যায়।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *