Bela Shese( বেলা শেষে) Bangla Lyrics By Abanthi Sithi.

 Bela Shese( বেলা শেষে) Bangla Lyrics By Abanthi Sithi.

Bela Shese( বেলা শেষে) Bangla Lyrics By Abanthi Sithi.

Song : Bela Shese 

Singer : Abanti Sithi

Lyrics : Abdur Rahman Raziv

Drama : Kew Kothao Valo Nei

Composition arrangement : Tahsin Ahmed

Label : Sultan Entertainment

Bela Shese Bangla Lyrics 

যাচ্ছে লিখে মন, কিছু প্রিয় কথা

ভাবছে অকারণ কেন অযথা

চলছে সময় তার নিয়মের গতিতে

ডুবছি আমি একাই তোমার গভীরে

তুমি উড়ে উড়ে ওই নীল ছুয়ে,

আমার অনূভবে যাও মিশে

আমি ঘুরে ঘুরে রই ছায়া হয়ে

তোমার চলার পথে যাই থেমে

তোমায় চেয়ে কোনো এক খনে

যাই হারিয়ে আমি অকারণে

স্পর্শ তোমায় খুব নিবিরে

ছুয়ে থাকে আমায় বেলা শেষে।

হারিয়ে ঘুম রাত নিঝুম

হোক না গল্প তোমার

ভুলে ব্যবধান রেখে পিছুটান

অভ্যেস হয়ে থাকো আমায়

তুমি উড়ে উড়ে ওই নীল ছুয়ে,

আমার অনূভবে যাও মিশে

আমি ঘুরে ঘুরে রই ছায়া হয়ে

তোমার চলার পথে যাই থেমে

তোমায় চেয়ে কোনো এক খনে

যাই হারিয়ে আমি অকারণে

স্পর্শ তোমায় খুব নিবিরে

ছুয়ে থাকে আমায় বেলা শেষে।। (২ বার)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *