Bethar Achor (ব্যাথার আচর) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Bethar Achor
Singer : Gogon Sakib
Lyrics & Tune : Gogon Sakib
Music : Munshi Jewel
Label : RK Music Zone
Bethar Achor Bangla Lyrics
আশা দিয়া বুকের ভিতর
দিলিরে তুই ব্যাথার আচর
তোর মনে ছিলো ছলনা
নীশি রাইতে একাই কাদি
কইরা গেলি অপরাধী
দিয়া গেলি হাজার বেদনা
করলি ছলনা তুই
দিলিরে যন্ত্রণা
একমনে রাখলি কয়জনা
করলি ছলনা তুই
দিলিরে যন্ত্রণা
একমনে রাখলি কয়জনা
ভুইলা গেলি রে সব
তোর দেয়া কসম
ছারবিনা থাকতে দেহে দম
বাইসাছিলাম তোরে ভালো
ভাবলি রে তুই পথের ধুলো
আমারে তুই আপন ভাবলি না
তোরও একদিন এমন হবে
সেদিন না কেউ পাশে রবে
আমার অভাব পুরন হবে না
করলি ছলনা তুই
দিলিরে যন্ত্রণা
একমনে রাখলি কয়জনা
করলি ছলনা তুই
দিলিরে যন্ত্রণা
একমনে রাখলি কয়জনা
ভুইলা গেলি রে সব
তোর দেয়া কসম
ছারবিনা থাকতে দেহে দম।।