Bhab Ache Jar Gay ( ভাব আছে যার গায় ) Bangla Lyrics By Baul Raju Mondol
Bhab Ache Jar Gay ( ভাব আছে যার গায় ) Bangla Lyrics By Baul Raju Mondol
Song : Bhab Ache Jar Gay
Vocal : Baul Raju Mondol
Lyrics : Vikkho Sadhu Fakir
Music : Ali Akter Runu
Label : Eagle Music City
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Vab Ache Jar Gay Bangla Lyrics
ভাব আছে যার গায়,
দেখলে তারে চেনা যায়
ভাব আছে যার গায়,
দেখলে তারে চেনা যায়
সর্ব অঙ্গ তার পোড়ারে।
ভবেরও ঘরে, আলেক শহরে
আল্লাহ রাসূল বিরাজ করে রে
ভবেরও ঘরে, আলেক শহরে
আল্লাহ রাসূল বিরাজ করে রে।
আমার আমার ছাড়ো, দমের জিকির করো
পাইলে পাইতে পারো খোদারে
আমার আমার ছাড়ো, দমের জিকির করো
পাইলে পাইতে পারো খোদারে।
গুরু রুপে নয়ন দিয়া গেছে যেই জন,
গুরু রুপে নয়ন দিয়া গেছে যেই জন,
তার মরণের ভয় কি আর আছে রে।
ভবেরও ঘরে, আলেক শহরে
আল্লাহ রাসূল বিরাজ করে রে
ভবেরও ঘরে, আলেক শহরে
আল্লাহ রাসূল বিরাজ করে রে
মক্কা কি মদীনা, খুঁজিলেই মেলে না
খোজ করো আপন দিলেতে।
মক্কা কি মদীনা, খুঁজিলেই মেলে না
খোজ করো আপন দিলেতে।
দেখিলেই ছবি, পাগল হবি
দেখিলেই ছবি, পাগল হবি
কোন নিষেধ মানবে না রে।
ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।
ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।
পিরিতি পিরিতি বিষমও পিরিতি
পিরিতি কয় জনা জানে রে
পিরিতি পিরিতি বিষমও পিরিতি
পিরিতি কয় জনা জানে রে
পিরিতি করিয়া যে জন গেছে মরিয়া
পিরিতি করিয়া যে জন গেছে মরিয়া
সার্থক জনম তারও রে
ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।
ভবেরি ঘরে, আলেক শহরে
আল্লা রাসূল বিরাজ করে রে।
Vab Ache Jar Gay Bangla Lyrics
Vab Ache Jar Gay,
Dekhle tare chena jay
Sorbo ongo tar pora re
Voberi ghore alek sohore
Allah rasul biraj kore re
Voberi ghore alek sohore
Allah rasul biraj kore re
Amar amar charo domer jikir koro
Paile paite paro khoda re
Amar amar charo domer jikir koro
Paile paite paro khoda re