Bhalobashar 100 Ti Upai Bangla Lyrics By Chandrima Roy Datta & Hillol Acharjee.
Bhalobashar 100 Ti Upai Bangla Lyrics By Chandrima Roy Datta & Hillol Acharjee.
Song : Bhalobashar 100 Ti Upai
Vocals : Chandrima Roy Datta & Hillol Acharjee
Lyrics & Composition : Hillol Acharjee
Music Arrangement : Chandraniv Saha
Created By : Abhishek Chowdhury
Produced by : Sourav Dutta
Edit : Abhishek Chowdhury & Tirthankar Roy
Cinematography : Subho Sutradhar, Shayan
Chowdhury & Dibyojyoti Saha
Label : ac films
Bhalobashar 100 Ti Upai Song Lyrics
তোমায় খুব দেখতে চাইছে
চোখে ঘুমের মতো দাঁড়াও এসে,
তোমার কথারা ভেসে বেড়ায়
আমার চারদেয়ালের আশেপাশে।
ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যায়
ছুঁয়ে দিলে শিহরণ গায়ে,
ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যায়
ছুঁয়ে দিলে শিহরণ গায়ে।
লিখতে চাইলেই তোমায় নিয়ে লেখা যায়
তুমি ভালোবাসার একশো টি উপায়,
একশো টি উপায়, একশো টি উপায়।
আনমনা ঠোঁটে হাসি রোদের শহর
আমায় চেনানো,
কুয়াশার নরম বুকে উষ্ণ প্রহর
তোমায় বোঝানো।
হলদে খামে তোমার নাম
এ শুধু তোমার আমার গান,
গেয়ে যায় কানে কানে আড়ালে
বলতে চাইলেই তোমায় নিয়ে বলা যায়,
তুমি ভালোবাসার একশোটি উপায়,
একশোটি উপায়, একশোটি উপায়।।
ঘুম ঘুম আবছা চোখে নতুক সকাল
শিশির আদর,
সারি সারি ফুলে আঁকা রঙীন মশাল
হৃদয় চাদর।
হারিয়ে যাওয়া রাস্তা গুলো
আমার সাথে খেলছে ধূলো,
মুছে দেয় তোমার পাঠানো বৃষ্টিরা
ইচ্ছে করলেই তোমায় কাছে পাওয়া যায়,
তুমি ভালোবাসার একশোটি উপায়,
একশোটি উপায়, একশোটি উপায়।।