Bhenge Mor Ghorer Chabi ( ভেঙে মোর ঘরের চাবি) Bangla Lyrics By Lopamudra Mitra.

 Bhenge Mor Ghorer Chabi ( ভেঙে মোর ঘরের চাবি) Bangla Lyrics By Lopamudra Mitra.

Bhenge Mor Ghorer Chabi ( ভেঙে মোর ঘরের চাবি) Bangla Lyrics By Lopamudra Mitra.

Song Name :  Bhenge Mor Ghorer Chabi

Singer :  Lopamudra Mitra

Tune & Music :  Rabindra Nath Tagore

Lyrics :  Rabindra Nath Tagore

Music Label :  Super Cassettes Industries Private Limited

Release On :  2018-08-11

Bhenge Mor Ghorer Chabi Lyrics in Bengali 

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

ও বন্ধু আমার 

না পেয়ে তোমার দেখা 

একা একা দিন যে আমার কাটে না রে 

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে 

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে 

বুঝি গো রাত পোহালো 

বুঝি ওই রবির আলো

আভাসে দেখা দিল গগন পারে

সমুখে ওই হেরি পথ

তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে 

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

ও বন্ধু আমার 

না পেয়ে তোমার দেখা 

একা একা দিন যে আমার কাটে না রে 

আকাশের যত তারা

চেয়ে রয় নিমেষহারা 

বসে রয় রাত প্রভাতের পথের ধারে 

তোমারি দেখা পেলে 

সকল ফেলে ডুববে আলোক-পারাবারে 

প্রভাতের পথিক সবে

এল কি কলরবে

গেল কি গান গেয়ে ওই সারে সারে 

বুঝি-বা ফুল ফুটেছে সুর উঠেছে

অরুণবীণার তারে তারে

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

ও বন্ধু আমার 

না পেয়ে তোমার দেখা 

একা একা দিন যে আমার কাটে না রে 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *