Bhul Ja Korechi Ami(ভূল যা করেছি আমি) Bangla Lyrics By Sonu Nigam.

Bhul Ja Korechi  Ami(ভূল যা করেছি আমি) Bangla Lyrics By Sonu Nigam.

Song : Bhul Ja Korechi  Ami

Vocal : Sonu Nigam

Lyrics : Pranjal

Music : Suddho Roy

Label : Jazz Multimedia 

Bhul Ja Korechi  Ami Bangla Lyrics 

ভুল যা করেছি আমি,

মন যে ভেঙেছি আমি ,

জুড়ে দিতে রাজি আছি আজ ….

 হাসি যা কেড়েছে আমি,

ব্যথা যা দিয়েছি আমি,

পারবো কি রে ফিরিয়ে নিতে আজ …

মনের ঘরে উঠেছে ঝড় ,

পারছি না রে সামলাতে ,

তবু কিছু কথা বাকি ,

তোর ই সাথে ….

মন মানে না, সে জানে না,

দূরে দূরে থেকে যাবো কি করে ,

তোর চেয়ে দামি , কিছু নেই জানি,

তোকে ছাড়া বাঁচি আমি কি করে ….

বল কি করে , 

বল কি করে ,

বল কি করে. …

নিভে গেছে সব আলো,

ভিজে গেছে চোখ ,

চেয়ে যাবো শুধু আমি ,

তোর ভালো হোক … 

নিভে গেছে সব আলো,

ভিজে গেছে চোখ ,

চেয়ে যাবো শুধু আমি ,

তোর ভালো হোক

মন কেঁদে যায়, তোকে খুঁজে যায় ,

কাছে পেতে চায় সেই তোকে ,

রাত কাটে না, দিন আসে না,

ঘুম আসে না দুই চোখে ….

মন মানে না, সে জানে না,

দূরে দূরে থেকে যাবো কি করে ,

তোর চেয়ে দামি , কিছু নেই জানি,

তোকে ছাড়া বাঁচি আমি কি করে ….

বল কি করে , 

বল কি করে ,

বল কি করে. …

Bhul Ja Korechi Ami Bangla Lyrics

Bhul Ja Korechi Ami, 

Mon je Vengechi Ami,

Jure Dite Raji Achi Aj….

 

Hasi Ja Kerechi Ami,

Betha Ja Diyechi Ami,

Parbo Ki re Firiye Nite Aj….. 

Moner Ghore Utheche Jhor,

Parchi Na re Samlate,

Tobu Kichu Kotha Baki,

Tor e Sathe…..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *