Bhul Kore Jodi ( ভুল করে যদি) Bangla Lyrics By Liza.
Bhul Kore Jodi ( ভুল করে যদি) Bangla Lyrics By Liza.
Song : Bhul Kore Jodi
Singer : Liza
Lyrics : Sagar Chawdhary
Tune And Music : SI Tutul
Label : Agniveena
Bhul Kore Jodi Lyrics In Bengali
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়,
নিরবে যদি ওই দুটি চোখ
জলে ভেজে তোমার।
মনে রেখো আমি এখনো
তোমারই প্রতীক্ষায় …
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়,
নিরবে যদি ওই দুটি চোখ
জলে ভেজে তোমার।
রাত জেগে জেগে যদি
দু-চোখে পড়ে বিষাদের ছায়া,
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া।
মনে রেখো আমি এখনো
তোমারই প্রতীক্ষায় …
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়,
নিরবে যদি ওই দুটি চোখ
জলে ভেজে তোমার।
সারাটা দিন ধরে যদি
নিজেকে বড় একাকী লাগে,
অভিযোগের কথা শেষ না হলেও
শেষ হবে অনুরাগে।
মনে রেখো আমি এখনো
তোমারই প্রতীক্ষায় …
ভুল করে যদি কখনো
মনে পড়ে এই আমায়,
নিরবে যদি ওই দুটি চোখ
জলে ভেজে তোমার