Bhul Kore Jodi ( ভুল করে যদি) Bangla Lyrics By Liza.

 Bhul Kore Jodi ( ভুল করে যদি) Bangla Lyrics By Liza.

Bhul Kore Jodi ( ভুল করে যদি) Bangla Lyrics By Liza

Song : Bhul Kore Jodi

Singer : Liza

Lyrics : Sagar Chawdhary

Tune And Music : SI Tutul

Label : Agniveena

Bhul Kore Jodi Lyrics In Bengali 

ভুল করে যদি কখনো 

মনে পড়ে এই আমায়,

নিরবে যদি ওই দুটি চোখ 

জলে ভেজে তোমার। 

মনে রেখো আমি এখনো 

তোমারই প্রতীক্ষায় …

ভুল করে যদি কখনো 

মনে পড়ে এই আমায়,

নিরবে যদি ওই দুটি চোখ 

জলে ভেজে তোমার।

রাত জেগে জেগে যদি 

দু-চোখে পড়ে বিষাদের ছায়া,

অভিমানের পালা শেষ না হলেও

বুকে জমে থাকে মায়া। 

মনে রেখো আমি এখনো 

তোমারই প্রতীক্ষায় …

ভুল করে যদি কখনো 

মনে পড়ে এই আমায়,

নিরবে যদি ওই দুটি চোখ 

জলে ভেজে তোমার।

সারাটা দিন ধরে যদি 

নিজেকে বড় একাকী লাগে,

অভিযোগের কথা শেষ না হলেও 

শেষ হবে অনুরাগে। 

মনে রেখো আমি এখনো 

তোমারই প্রতীক্ষায় …

ভুল করে যদি কখনো 

মনে পড়ে এই আমায়,

নিরবে যদি ওই দুটি চোখ 

জলে ভেজে তোমার

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *