Bir Senapati Vivekananda ( বীর সেনাপতি বিবেকানন্দ) Bangla Lyrics By Swami Sarvagananda Maharaj.
Bir Senapati Vivekananda ( বীর সেনাপতি বিবেকানন্দ) Bangla Lyrics By Swami Sarvagananda Maharaj.
Song: Bir Senapati Vivekananda
Singer: Swami Sarvagananda Maharaj
Bir Senapati Vivekananda Lyrics in Bengali
বীর সেনাপতি
বীর সেনাপতি বিবেকানন্দ
ঐ যে ডাকিছে আয়রে আয়
আহ্বানে তার আপনা ভুলিয়া
কত মহারথী ছুটিয়া যায়
বীর সেনাপতি
আত্মত্যাগের অগ্নিমন্ত্রে
দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে
ভোগবাদ জাত দৈত্য দলিতে
আপনা সঁপিতে কে যাবি আয়
বীর সেনাপতি
স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল
এনেছে জগতে শুধু হলাহল
স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল
এনেছে জগতে শুধু হলাহল
নিভাতে আজিকে এই দাবানল
নিভাতে আজিকে এই দাবানল
প্রেমবারি সে যে এনেছে হায়
বীর সেনাপতি
এসো দেব এসো করুণা নিধান
লহ আজি মম তনু মন প্রাণ
এসো দেব এসো করুণা নিধান
লহ আজি মম তনু মন প্রাণ
কৃপা করি কর এ আশিস দান
কৃপা করি কর এ আশিস দান
তব কাজে যেন জীবন যায়
বীর সেনাপতি
বীর সেনাপতি বিবেকানন্দ
ঐ যে ডাকিছে আয়রে আয়
আহ্বানে তার আপনা ভুলিয়া
কত মহারথী ছুটিয়া যায়
বীর সেনাপতি