Bismillah Bangla Lyrics By Arijit Singh.

 Bismillah Bangla Lyrics By Arijit Singh.
 

Bismillah Bangla Lyrics By Arijit Singh.

Song: Bismillah Title Track

Singer: Arijit Singh

Music: Indraadip Das Gupta

Lyrics: Srijato

Starring: Riddhi, Subhashree

Bismillah Lyrics in Bengali

শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ

এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে, কোনো দেশ

ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি

বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী

এ পথে কোনো ঋণ নেই

ফেলে আসা দিন নেই

শুরুতেই ফিরে এসো তুমিও

ছেড়ে যাওয়া হাত নেই

ভাসানেরও রাত নেই

মাঝে অবসর পেলে ঘুমিও

শুরুর কথায় লেখা আছে তাই

শুরুর কাছেই একা ফিরলাম

যত ভাঙন তুলে নিক এ মন

বলতেই হবে বিসমিল্লা

ভালোবাসে যে চোখ

ছেড়ে যাওয়া পালক

আক্ষেপ বাতাসে ভাসাও

হেঁটে চলো সামনে

অতীতেরও নাম নেই

চুপ থাক সে ছেড়ে আসাও

বয়ে যাক নদী আর

এ গ্রহের আছে যা ভুল

সয়ে যাক পিছুটান

বোনা হোক নতুন আঙুল

এ পথে কোনো ঋণ নেই

ফেলে আসা দিন নেই

শুরুতেই ফিরে এসো তুমিও

ছেড়ে যাওয়া হাত নেই

ভাসানেরও রাত নেই

মাঝে অবসর পেলে ঘুমিও

শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ

এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে, কোনো দেশ

ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি

বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *