Biya Legeche ( বিয়া লেগেছে) Bangla Lyrics By Rahul Dutta.

 Biya Legeche ( বিয়া লেগেছে) Bangla Lyrics By Rahul Dutta.

Biya Legeche ( বিয়া লেগেছে) Bangla Lyrics By Rahul Dutta.

Song Name :  Biya Legeche

Singer :  Rahul Dutta

Tune & Music :  Atishay Jain

Lyrics :  Somraj Das

Music Label :  Rahul Official

Release On :  2023-01-03


Biya Legeche Lyrics in Bengali 

লো এলো সুখের লগন হলুদ বাঁটা দিই

কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই 

এলো এলো সুখের লগন হলুদ বাঁটা দিই

কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই 

সিঁদুরের সোহাগ দিল আবীরেরই রঙ

সাজিয়ে বরণডালা লাজে রাঙা মন 

সাত পাঁকে পড়বে বাঁধা জল সইতে চল

সাত পাঁকে পড়বে বাঁধা জল সইতে চল

খুশি খুশি দুই মনেতে ফুটলো বিয়ের ফুল রে 

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে

উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে 

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে

উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে

হৃদয়ের গাঁটছড়া যে বাঁধা আছে এক সুতোতে 

শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয় 

যদিদং হৃদয় তব মন বলেছে তোমার হবো

এক সুরে গান বাঁধবো এই ভরসায় 

হবে রে মালাবদল চল রে ছুটে চল

হবে রে মালাবদল চল রে ছুটে চল

প্রেম পেলো পরিণতি ফুটলো বিয়ের ফুল রে 

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে

উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে 

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে

উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে 

সিঁদুরের রঙ লেগেছে বাজল সানাই নূপুর বাজে

মনে মন মিললে তবেই শুভ পরিণয় 

রাঙা বউ মুখ ঢেকেছে পান পাতাতে চোখের লাজে

আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায় 

পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল

পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল

শুরু হলো নতুন জীবন ফুটলো বিয়ের ফুল রে 

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে

উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে 

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে

উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *