Bodhu Beshe Konna Bangla Lyrics By Momtaz & Rathindronath Roy.
Bodhu Beshe Konna Bangla Lyrics By Momtaz & Rathindronath Roy.
Song: Bodhu Beshe Konna
Cast: Riaz, Shabnur
Singer: Momtaz & Rathindronath Roy
Lyric: Kabir Bakul Piran Khan
Somporko Bodle Gelo Lyrics in Bengali
খোদার আরশ হতে এলো পয়গাম
দিতে হবে জোড়া বেধে আজ দু’টি নাম
বধু বেশে কন্যা যখন এলোরে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধু বেশে কন্যা যখন এলোরে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
সম্পর্ক বদলে গেলো একটি পলকে!
কে আপন কে যে পর হলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
ও ও ও বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বন্ধু স্বজন সাক্ষী রয়
একটি কবুল বলতে হয়
হায় আল্লাহ মিলায় যেন দু’টি মন
হায় আল্লাহ মিলায় যেন দু’টি মন
স্বপ্ন দেখে কনে বর
একটি সংসার একটি ঘর
হয়ে যায়রে দু’টি হৃদয়ের বন্ধন
হয়ে যায়রে দু’টি হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।
ছোট্ট তোমার মামনি
বধু সেজে এখনি
আজ দেখ পরের ঘরে চলে যায়
আজ দেখ পরের ঘরে চলে যায়
ভুলবে তাকে কি করে
অশ্রুতে চোখ যায় ভরে
নিয়তির খেলা বোঝা বড় দায়
নিয়তির খেলা বোঝা বড় দায়
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে।
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন