Bodle Geche Din (বদলে গেছে দিন) Bangla Lyrics By Samz Vai.
Bodle Geche Din (বদলে গেছে দিন) Bangla Lyrics By Samz Vai.
Song : Bodle Geche Din
Singer : Samz Vai
Lyrics : Ripon Mahmud
Tune & Music : Rohan Raj
Label : Ov Music Station
Bodle Geche Din Bangla Lyrics
বদলে গেছে সময় এখন
বদলে গেছে দিন
বাজাই না আর কাল নাগিনীর
মন ভাঙানো বীন
বদলে গেছে সময় এখন
বদলে গেছে দিন
বাজাই না আর কাল নাগিনীর
মন ভাঙানো বীন
আমার কাছে এখন আমি
অনেক বেশি দামি
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি রে
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি রে
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি
কারো সাথে হয়না তো আর
আমার বাড়াবাড়ি
কথায় কথায় কয়না তো কেউ
করবে ছাড়াছাড়ি
কারো সাথে হয়না তো আর
আমার বাড়াবাড়ি
কথায় কথায় কয়না তো কেউ
করবে ছাড়াছাড়ি
একলা কতো ভালো আছি
জানে অর্ন্তযামী
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি রে
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি রে
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি
কারো সাথে বান্ধিনা আর
সপ্ন সারিসারি
নিজের কাছে জিতি এখন
নিজের কাছে হারি
কারো সাথে বান্ধিনা আর
সপ্ন সারিসারি
নিজের কাছে জিতি এখন
নিজের কাছে হারি
এখন আমি মুক্ত আছি
হইনা তো আসামি
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি রে
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি রে
কারো জন্য এখন আমি
করিনা পাগলামি