Bohu Dure ( বহু দূরে) Bangla Lyrics By Sneha Bhattacharya.
Bohu Dure ( বহু দূরে) Bangla Lyrics By Sneha Bhattacharya.
Song : Bohu Dure
Singer : Sneha Bhattacharya
Composer And Lyricist : Sneha Bhattacharya
Arrangement : Jakiruddin Khan
Mix And Master : Suraj Nag Sunshine studio
Audio Lebel : Sunshine
Filmed By : Syed Dipu
Assist : Isha And Raja
Video Production : Magic Motion Pictures
Bohu Dure Lyrics In Bengali
একটা ভালোবাসা
আর এক নোটবুক,
আর ভালো লাগে না
বৃষ্টির নিশ্চুপ।
সময় ছুটেছে মনের অগোছালো কোনে
ডাকনাম আমার কেন চাইছে গোপনে?
বহুদূরে, বহুদূরে
সে চলে যায়…
সে চলে যায় …
একটা ছোট্ট রাত
আর এক টেলিফোন,
ঘুম ভালোলাগেনা
অভিমান আনমন।
ভালোবাসা কেন তোমায় মাঝে মাঝে খোঁজে?
ব্যস্ত দুপুরে কেন তুমি কি তা বোঝে ?
বহুদূরে, বহুদূরে
সে চলে যায়…
সে চলে যায় …