Boishakher Bikel Balay (বৈশাখের বিকেল বেলায়) Bangla Lyrics By Akassh & Kona.

  Boishakher Bikel Balay (বৈশাখের বিকেল বেলায়) Bangla Lyrics By Akassh & Kona.

Boishakher Bikel Balay (বৈশাখের বিকেল বেলায়) Bangla Lyrics By Akassh & Kona.

Song : Boishakher Bikel Balay

Singer : Akassh & Kona

Music : Akassh Sen

Lyrics : Priyo Chattopadhyay

Boishakher Bikel Balay Lyrics in Bengali 

বৈশাখের বিকেল বেলায়

তোমায় নিয়ে বকুল তলায়

হো, ও হু

বৈশাখের বিকেল বেলায়

তোমায় নিয়ে বকুল তলায়

প্রেমের একখান গান শোনাবো,

আরে বৈশাখের বিকেল বেলায়

তোমায় নিয়ে বকুল তলায়

প্রেমের একখান গান শুনাবো।

পাখিরা ডাকবে, মনে রং লাগবে

পাখিরা ডাকবে, মনে রং লাগবে

কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো

প্রমের একখান গান শোনাবো।

বৈশাখের বিকেল বেলায়

তোমায় নিয়ে বকুল তলায়

প্রেমের একখান গান শোনাবো।

আকাশ জুড়ে মেঘের মায়া

থাকবো হয়ে তোমার ছায়া,

আকাশ জুড়ে মেঘের মায়া

থাকবো হয়ে তোমার ছায়া,

পাখিরা ডাকবে মনে রং লাগবে

পাখিরা ডাকবে মনে রং লাগবে

কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো

প্রেমের একখান গান শুনাবো।

বৈশাখের বিকেল বেলায়

তোমায় নিয়ে বকুল তলায়

প্রেমের একখান গান শোনাবো।

লা লালা লা…

ঝিরি ঝিরি বইবে হাওয়া

জাগবে মনে নতুন চাওয়া,

ঝিরি ঝিরি বইবে হাওয়া

জাগবে মনে নতুন চাওয়া,

পাখিরা ডাকবে মনে রং লাগবে

পাখিরা ডাকবে মনে রং লাগবে

কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো

প্রেমের একখান গান শুনাবো।

বৈশাখের বিকেল বেলায়

তোমায় নিয়ে বকুল তলায়

প্রেমের একখান গান শোনাবো,

আরে বৈশাখের বিকেল বেলায়

তোমায় নিয়ে বকুল তলায়

প্রেমের একখান গান শোনাবো

অরে প্রেমের একখান গান শোনাবো,

প্রেমের একখান গান শোনাবো।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *